আমরা সবাই জানি যে ফিচার ফোনের বাজারে HMD গ্লোবালের তরফে সিরিজ নিয়ে আসা হচ্ছে, আর এই জন্য এও বলা হচ্ছে যে স্মার্টফোনের সঙ্গে সঙ্গে কোম্পানি ফিচার ফোনের তৃতীয় লঞ্চ করছে
আমরা সবাই জানি যে ফিচার ফোনের বাজারে HMD গ্লোবালের তরফে অনেক সিরিজ নিয়ে আসা হয়েছে। আর এই জন্য এও বলা হচ্ছে যে এই স্মার্টফোনের সঙ্গে সঙ্গে কোম্পানি ফিচার ফোনও নিয়ে আসছে আর এবার কোম্পানি তাদের একটি ফিচার ফোন Nokia 106(2018) লঞ্চ করে দিয়েছে 2013 সালে লঞ্চ করা Nokia 106 য়ের নেক্সট জেনারেশানের এটি নতুন মোবাইল ফোন। আর এই ফোনটি পলিকার্বনেট দিয়ে তৈরি করা হয়েছে। আর এছাড়া এই ফোনের ব্যাটারির বিষয়ে কোম্পানি জানিয়েছে যে এটি আপনাদের 21 দিনের স্ট্যান্ডবাই টাইম দেওয়ার সঙ্গে সঙ্গে 15 ঘন্টার টকটাইম অফার করে। আর এই জন্য এই ফোনটি অন্যদের থেকে আলাদা হয়েছে। আর এই ফোনটির ডিজাইনও দারুন।
Nokia 106 (2018) য়ের স্পেসিফিকেশান
Nokia 106(2018) একটি ডুয়াল সিম সাপোর্ট যুক্ত ফোন। আর এই ফোনে আপনারা একটি 1.8 ইঞ্চির QQVG স্ক্রিন 160×120 পিক্সাল রেজিলিউশান যুক্ত TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক MT6261D প্রসেসার ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে 4GB র্যাম আর 4GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
এই ফোনে আপনারা একটি মাইক্রো USB পোর্ট আর একটি 3.5mm অডিও জ্যাক পাবেন। আর এই ফোনে FM রেডিও আর LED ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 800mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই বিষয়ে আমরা আপনাদের আগেই বলেছি।
Nokia 106(2018) য়ের দাম
এই ফিচার ফোনটি Nokia 106(2018) য়ের দাম RUB 1,590 তে লঞ্চ করা হয়েছে, ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় 1,700 টাকা। আর এই ফোনটি আপনারা ডার্ক গ্রে কালারে কিনতে পারবেন। আর এই ফোনটি এই সপ্তাহে রাশিয়াতে কেনা যাবে। আর এখনও এই ফোনটির ভারতে দাম আর কবে থেকে ভারতে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।