HMD First Phone: মিড-বাজেটে আসছে এইচএমডি-র প্রথম 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম এবং ফিচার ফাঁস

HMD First Phone: মিড-বাজেটে আসছে এইচএমডি-র প্রথম 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম এবং ফিচার ফাঁস
HIGHLIGHTS

Nokia স্মার্টফোন নির্মাতা কোম্পানি HMD ভারতে তার ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন আনতে চলেছে

খবর অনুযায়ী, এই ডিভাইসটি 5G কানেক্টিভিটি এবং স্পেক্স সহ একটি নতুন ডিভাইস হবে

আপকামিং এইচএমডি ফোনটি মিড-রেঞ্জ দামে আসবে, ফোনের দাম 20,000 টাকার কমে হতে পারে।

Nokia স্মার্টফোন নির্মাতা কোম্পানি HMD ভারতে তার ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন আনতে চলেছে। কোম্পানি তার প্রথম স্মার্টফোনের ঘোষণা করে দিয়েছে, এটি HMD Arrow নামে আসবে। খবর অনুযায়ী, এই ডিভাইসটি 5G কানেক্টিভিটি এবং স্পেক্স সহ একটি নতুন ডিভাইস হবে। আপকামিং ফোনটি US মার্কেটে লঞ্চ হওয়া HMD Pulse ফোনের চেয়ে ভাল হবে। আসুন জেনে নিই এইচএমডি অ্যারো ফোনে কী থাকবে বিশেষ।

HMD Arrow ভারতে কবে হবে লঞ্চ

এইচএমডি অ্যারো ভারতে এইচএমডি কোম্পানির প্রথম ফোন হবে। কোম্পানি নিশ্চিত করেছে যে ফোনটি আগামী কয়েক সপ্তাহে লঞ্চ হতে চলেছে। তবে এখনও কোনো সঠিক লঞ্চের তারিখ জানায়নি কোম্পানি। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে ফোনটি একদম নতুন মডেল হবে।

আরও পড়ুন: 17 মে ভারত আসবে লেদার ভেগান ডিজাইন সহ Samsung Galaxy F55 5G ফোন, 50MP সেলফি ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

HMDArrow ফোনের দাম কত হবে

upcoming phone HMD Arrow to launch in India soon
এইচএমডি অ্যারো ভারতে এইচএমডি কোম্পানির প্রথম ফোন হবে

মোবাইল ইন্ডিয়ান রিপোর্টে দাবি করা হয়েছে যে নতুন ফোন ‘নতুন ডিজাইন’ এবং ‘নতুন ফিচার’ সহ আনা হবে। আপকামিং এইচএমডি ফোনটি মিড-রেঞ্জ দামে আসবে। ফোনের দাম 20,000 টাকার কমে হতে পারে।

HMDArrow স্পেসিফিকেশন এবং ফিচার কী

ডিসপ্লে: এইচএমডি ফোনটি 6.65-ইঞ্চি HD+ LCD স্ক্রিন সহ আসতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট এবং 600 নিট হাই ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর: নতুন ফোনটি ইউনিসোক T606 চিপসেট সহ আসতে পারে। বলে দি যে এইচএমডি পালস ফোনেও একই চিপসেট দেওয়া হয়েছিল।

ক্যামেরা: আপকামিং ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরেকটি লেন্স দেওয়া হবে। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সর থাকবে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 500mAh ব্যাটারি থাকতে পারে।

অপারেটিং সিস্টাম: নতুন ফোনটি স্টক Android 14 সহ আসতে পারে।

আরও পড়ুন: OnePlus Nord CE4 Lite 5G ভারতে শীঘ্রই হবে লঞ্চ, 20 হাজারের কম হবে দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo