নোকিয়া ফোন তৈরি করা কোম্পানি HMD এর তরফে ভারতীয় বাজারে দুটি নতুন ফিচার ফোন HMD 130 Music এবং HMD 150 Music চালু করেছে। এই দুটি মিউজিক ফোকস ডিভাইসে কোম্পানি বড় স্পিকার্স এবং মাল্টিমিডিয়া কন্ট্রোল অফার করেছে। এছাড়া রয়েছে এতে ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল বাটন।
নতুন ফিচার ফোনে FM রেডিও সাপোর্ট দেওয়া। ফোনটি 13টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। শুধু তাই নয়, গ্রাহকরা তার ফিচার ফোন দিয়ে সহজেই UPI পেমেন্ট করার অপশন পাবেন।
এইচএমডি 130 মিউজিক ফোনের দাম 1899 টাকা রাখা হয়েছে। এছাড়া এইচএমডি 150 মিউজিক এর দাম 2399 টাকা রাখা হয়েছে।
নতুন ফিচার ফোনে USB-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। একবার ফুল চার্জ হওয়ার পর ফোনটি 50 ঘন্টার প্লেব্যাক টাইম অফার করে। সাথে এতে 36 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবায় টাইম পাওয়া যেতে পারে। পাওয়ার দিতে এই ফোনে 2500mAh ক্ষমতা সহ ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ডিভাইসে পাওয়া যাবে 2.4-ইঞ্চি QVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টাম।
দুটি ফিচার ফোনে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 ফিচার। ফোনের সাথে 16MB স্টোরেজ দেওয়া হয়েছে এবং 32GB মাইক্রোএসডি কার্ড সাপোর্ট।