Realme GT 6T 5G price cut
120W এর ফাস্ট চার্জিং স্পিড সহ শক্তিশালী স্মার্টফোন Realme GT 6T 5G দুর্দান্ত ডিলে কেনা যাবে। এই ধামাকা অফার Amazon সাইটে পাওয়া যাচ্ছে। রিয়েলমি জিটি 6টি ফোনটি সেরা ডিসকাউন্ট এবং আরও অফারের সাথে বিক্রি হচ্ছে। কোম্পানি বিশ্বের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে সহ এই ফোনে সোজা 5000 টাকার ছাড় অফার করছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 6টি ফোনটি কত টাকা দামে কেনা যাবে।
রিয়েলমি জিটি 6টি 5জি ফোনটি ভারতে 34,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই দামে ফোনের 8GBRAM মডেলের ছিল। এছাড়া 12GB RAM মডেলটি 39,999 টাকায় আনা হয়েছিল।
আরও পড়ুন: ডলবি সাউন্ড সহ সিনেমা হলের মজা দেবে এই 3 সেরা Smart LED TV, দাম 10 হাজার থেকে 12 হাজারের মধ্যে
তবে এখন ফোনের 12GB RAM মডেলটি অ্যামাজন সাইটে মাত্র 30,998 টাকায় লিস্ট করা। তবে কোম্পানি এতে 5000 টাকা কুপন অফার দিচ্ছে যার পরে ফোনের দাম কমে সোজা 25,998 টাকা হয় যাবে। এই দামে ফোনের 12GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
এছাড়া কোম্পানি 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হবে এই ফোনে। গ্রাহকরা চাইলে তাদের পুরনো ফোনে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। এতে 27,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
কোম্পানি এই ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দিয়েছে। এই ডিসপ্লে 120Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 6000 নিট দেওয়া। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে আসে। প্রসেসর হিসেবে ফোনটি Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 6টি 5জি ফোনে আপনি LED ফ্ল্যাশ সহ 50MP মেইন ফ্ল্যাশ এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে রিয়েলমি জিটি 6টি 5জি ফোনটি 5500mAh এর ব্যাটারি সাপোর্ট করে যা 120W এর ফাস্ট চার্জিং সহ আসে।
আরও পড়ুন: শক্তিশালী 6500mAh ব্যাটারি এবং ওয়াটারপ্রুফ OPPO F29 5G ফোনের সেল শুরু, দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ