Poco -এর তরফে তাদের নতুন ফোন Poco C55 গত সপ্তাহেই ভারতে লঞ্চ করা হয়। এই ফোনে আছে MediaTek প্রসেসর আছে। এখানে আছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সহ দারুন লেদার স্টিচ ডিজাইন। কোম্পানির তরফে এই ফোনটির পারফরমেন্স নাকি দারুন ভাল। গ্রাহকরা এই ফোনটি ইতিমধ্যেই কিনতে পারবেন। ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে।
21 ফেব্রুয়ারি লঞ্চ হওয়া ফোনটি 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির আসল দাম 13,999 টাকা। কিন্তু এখন Flipkart -এ এটি মাত্র 10,999 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কেউ যদি এই ফোনটি HDFC বা SBI -এর ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে কেনেন তাহলে তিনি এটির উপর আরও 1,000 টাকা ছাড় পাবেন। ফলে সেক্ষেত্রে আপনার ফোন দাম কমে হবে 9,999 টাকা। আর যদি আপনি Axis ব্যাংকের কার্ড ব্যবহার করেন তাহলে আরও 5% ছাড় পাবেন।
অন্যদিকে এই ফোনের যে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে সেটির আসল দাম 11,999 টাকা হলেও এখন এটি মাত্র 9,499 টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে এখানেও ব্যাংক অফার আছে। অর্থাৎ কেউ যদি এই ফোনটি HDFC বা SBI -এর ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে কেনেন তাহলে তিনি এটির উপর আরও 1,000 টাকা ছাড় পাবেন। ফলে সেক্ষেত্রে আপনার ফোন দাম কমে হবে 8,499 টাকা। এই ফোনটি গ্রাহকরা তিনটি রঙে কিনতে পারবেন। এই তিনটি রঙ হল পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু, ফরেস্ট গ্রিন।
1. এই ফোনে আছে 6.71 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। সঙ্গে আছে 720X1650 পিক্সেলের রেজোলিউশন। এখানে পান্ডা গ্লাস রয়েছে।
2. Octa Core MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে চলে এটি।
3. এখানে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এটি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
4. অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক MIUI 13 রয়েছে এখানে।