Apple -এর ফোন মানেই আলাদাই ব্যাপার। কিন্তু অনেক সময়ই দামের জন্য পিছিয়ে আসতে হয়। কিন্তু যদি বলি iPhone 11 এখন আপনার হাতের মুঠোয়।
যদি বলি iPhone 11 এখন নগণ্য দামেই এবার এই ফোন বাড়ি আনতে পারবেন তাহলে? হ্যাঁ, ঠিকই পড়লেন। Flipkart -এ এখন এই ফোনের উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। প্রায় পকেট ফ্রেন্ডলি দামে এখন কেনা যাবে এই ফোন।
iPhone 11 তে কত ছাড় দিচ্ছে, কত টাকা সস্তা হল এই ফোন, দেখুন সমস্ত খুঁটিনাটি।
Flipkart -এ iPhone 11 ফোনটির যে 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে সেটা 48,900 টাকার বিনিময়ে কেনা যায়। কিন্তু এখন এই ফোনের উপর ফ্ল্যাট 7% ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ফোনটি মাত্র 44,999 টাকায় কেনা যাচ্ছে।
তবে কেবল এতটুকুই নয়। এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন আপনি। iPhone 11 -এর উপর আছে ব্যাংক অফার সহ এক্সচেঞ্জ অফার।
আপনি যদি আপনার পুরনো ফোনের বদলে এই নতুন ফোন কেনেন তাহলে আপনি 35,000 টাকার ছাড় পেতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার ফোনের দাম কমে হবে 9,999 টাকা। হ্যাঁ, 10,000 টাকারও কম।
তবে মনে রাখবেন আপনি এই ছাড় কতটা পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থা এবং ব্র্যান্ডের উপর। তবে যদি আপনি এই ছাড় পুরোটা পান তাহলে এত সস্তায় কিনতে পারবেন এটা। অর্থাৎ 48,900 – (3,901+35,000) = 9,999 টাকায় কেনা যাবে iPhone 11।
এছাড়া এই ফোনে আছে ব্যাংক অফার। যাঁরা HDFC ব্যাংকের গ্রাহক তাঁরা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করেন তাহলে তাঁরা 1,250 টাকার ছাড় পাবেন। তবে তার জন্য আপনার ফোনের দাম 15,000 থেকে 39,999 টাকার মধ্যে হতে হবে।
এছাড়া ICICI ব্যাংকের গ্রাহকরা 10,000 টাকার বেশি কিছু কেনাকাটা করেন যদি ক্রেডিট কার্ডের সাহায্যে তাও EMI লেনদেন করে তাহলে তাঁরাও 10% ছাড় পাবেন। একই রকম ভাবে ICICI ব্যাংকের কোনও গ্রাহক ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলেও এই 10% ছাড় পাবেন। ফলে বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার ফোনের দাম ঠিক কতটা কমবে! ডিল দেখুন এখানে।
iPhone 11 -তে গ্রাহকরা কী কী ফিচার পাবেন দেখুন।
1. এখানে 6.1 ইঞ্চির একটি লিকুইড রেটিনা HD ডিসপ্লে আছে।
2. 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেকেন্ডারি ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতেও 12 মেগাপিক্সেল সেন্সর আছে সেলফি তোলার জন্য।
3. A13 বায়োনিক চিপসেটের সাহায্যে চলে এই ফোন।