Vivo -এর তরফে স্বাধীনতা দিবসের আগে একাধিক স্মার্টফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। Vivo -এর তরফে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে এই কোম্পানির Flagship Vivo X90 সিরিজের ফোনের উপর।
একই সঙ্গে সঙ্গে Vivo V27 সিরিজ এবং Vivo Y সিরিজের ফোনের উপরেও পাওয়া যাচ্ছে দারুন ছাড়। আগামী 16 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল।
তাই আপনি যদি Vivo X90 Pro ফোনটি কেনার প্ল্যান করে থাকেন তাহলে জানাই আপনি যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, Kotak Mahindra ব্যাংকের ক্রেডিট কার্ড এবং OneCard -এর ক্রেডিট কার্ডের সাহায্যে EMI লেনদেন করেন তাহলে 10,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে কেবল এটুকুই নয়, SBI ব্যাংকের গ্রাহকদের জন্য আছে দুর্দান্ত অফার। SBI এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করলে পাবেন 8,500 টাকার ক্যাশব্যাক।
এছাড়া Vivo -এর তরফে Cashify -এর সঙ্গেও হাত মেলানো হয়েছে, সেখানেও 8,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে। ফলে ব্যাংক অফার সহ এই অন্যান্য অফারও থাকছে। তাই আপনি যদি পুরনো ফোন বদলে এই নতুন ফোন কিনতে চান তাহলে কিন্তু 8,000 টাকার ছাড় পাওয়ার সুবর্ন সুযোগ হাতছাড়া করবেন না।
ICICI, SBI, Kotak বা Onecard এর সাহায্যে কেনাকাটা করলে পেতে পারেন 4,000 টাকা ছাড় পেতে পারেন। ফলে Vivo X90 সিরিজের এই ডিল আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
Vivo X90 Pro ফোনটির আসল দাম 84,999 টাকা। এই দামে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ আছে। অন্যদিকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দান 59,999 টাকা। 63,999 টাকার বিনিময়ে কেনা যাবে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনগুলো গ্রাহকরা দুটো রঙে কিনতে পারবেন। এগুলো হল ব্রিজ ব্লু এবং অ্যাস্টেরয়েড ব্ল্যাক।
Vivo X90 এবং Vivo X90 Pro ফোন দুটিতে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির বড় কার্ভড ডিসপ্লে আছে। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। Zeiss ক্যামেরা আছে এখানে যেখানে প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, সঙ্গে দুটো 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 9200 প্রসেসরের সাহায্যে।
Vivo X90 ফোনে আছে 4810mAh ব্যাটারি আর Vivo X90 Pro ফোনটিতে আছে 4870mAh ব্যাটারি। দুই ফোনেই দারুন ডিসপ্লে সহ একাধিক ফাটাফাটি ফিচার আছে।