Samsung -এর Samsung Galaxy M33 ফোনটির উপর এখন নজরকাড়া অফার মিলছে। Amazon -এ এখন এই ফোনে রয়েছে দুর্ধর্ষ ছাড়। এক ধাক্কায় 9,000 টাকা সস্তা হয়েছে এই ফোন।
মিড রেঞ্জের ফোন যদি বাজেট ফোনের দামে পান হাতছাড়া করবেন নাকি সেই সুযোগ? বিলকুল উচিত না। তাহলে দেখুন Amazon -এ এই ফোনে কী কী অফার আছে কীভাবে এটি কিনবেন।
আপনার যদি 5G ফোন কেনার শখ থাকে সেটাকে এবার পূরণ করেই ফেলুন Samsung -এর মতো ব্র্যান্ডের বিশ্বাসের সঙ্গে। Amazon -এ এই ফোনের কোন মডেলে কত ছাড় আছে এই ফোনে জেনে নিন।
Samsung Galaxy M33 ফোনটির 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের এমনই দাম 25,999। কিন্তু এখন এটির উপর 35% ছাড় আছে। ফলে এটি গ্রাহকরা 16,999 টাকায় এখন কিনতে পারবেন।
এছাড়া এই ফোনের উপর একাধিক ব্যাংক অফার আছে। HDFC ব্যাংকের গ্রাহকরা যদি ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কেনেন তাহলে তাঁরা সেক্ষেত্রে 750 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়া EMI লেনদেন করলেও পাবেন 500 টাকার ছাড়।
আরও পড়ুন: বড় চমক! সব iPhone-এর মধ্যে iPhone 16 Pro Max-এ এযাবৎকালের সব থেকে বড় স্ক্রিন থাকতে পারে
আর যদি কেউ পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই নতুন ফোন কেনেন তাহলে সেটাও করতে পারবেন। এক্সচেঞ্জ অফার আছে এই ফোনে। পুরনো ফোন বদলে এই নতুন ফোন কিনলে গ্রাহকরা 15,950 টাকা ছাড় পেতে পারেন। তবে এই পুরো টাকা ছাড় পাওয়ার জন্য আপনার পুরনো ফোনের অবস্থা ভালো হতে হবে।
1. এই ফোনে আছে Exynos 1280 প্রসেসর।
2. 6.6 ইঞ্চির full HD+ LCD ডিসপ্লে আছে এই ফোনে।
আরও পড়ুন: Samsung Galaxy A14 vs Galaxy M14 5G: 15000 টাকার কমে কোম্পানির কোন ফোনটি আপনার সেরা বিকল্প হবে?
3. কোয়াড ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে একটি 5 এবং দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে।
4. ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটির সাহায্যে সেলফি তোলা যাবে।
5. আছে একটি শক্তিশালী ক্যামেরাও। 6000 mAh ব্যাটারি আছে এই ফোনে।