Nokia G11 Plus ফোনটি 2022 সালের মার্চ মাসে লঞ্চ করেছিল। এই ফোনটি যখন লঞ্চ করে তখন সেটার দাম ছিল 13,999 টাকা। এই ফোনে আছে Unisoc T606 প্রসেসর। বর্তমানে Amazon -এ এই ফোনটির উপর 25% ছাড় মিলছে। ব্যাংক অফার, ইত্যাদি মিলিয়ে এই ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আপনি যদি Nokia -এর ফোন পছন্দ করে থাকেন তাহলে আজই অর্ডার দিন এই ফোন। তার আগে ঝট করে দেখে নিন এই ফোনের উপর থাকা অফার।
বর্তমানে Nokia G11 Plus ফোনটি Amazon -এ 10,499 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ একেবারে 13,999 থেকে কমে 10,499 টাকা। ফলে এখানে 25% ফ্ল্যাট ছাড় মিলছে। এছাড়া ব্যাংক অফার তো আছেই। দেখুন কোন কোন ব্যাংকের গ্রাহকরা অফার পাবেন।
1. Bank of Baroda ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে এটি কিনলে পাবেন 1,500 টাকা পর্যন্ত 7.5% ছাড়।
2. 250 টাকা পর্যন্ত 10% ছাড় পাবেন City Union MasterCard ডেবিট কার্ড ব্যবহার করলে।
3. HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 250 টাকার ছাড় মিলবে।
এছাড়া আপনি চাইলে আপনার পুরনো ফোন বদলে এটি কিনতে পারেন। এখানে এক্সচেঞ্জ অফার মিলছে। সেক্ষেত্রে 9,900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
1. এখানে আছে 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে সহ 720X1600 পিক্সেলের রেজোলিউশন। 90 HZ রিফ্রেশ রেট মিলবে এখানে।
2. Unisoc T606 প্রসেসরের সাহায্যে চলবে এটি। এখানে আছে 4 GB RAM সহ অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম।
3. 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। অর্থাৎ এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
4. 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে।