Motorola G32 Price Drop: 18,999 টাকার ফোন মাত্র 1,099 টাকায় কেনার সুযোগ! মটোরোলার ফোনে এই ধামাকা অফার কোথায় পাওয়া যাচ্ছে?

Updated on 20-Jul-2023
HIGHLIGHTS

Motorola G32 ফোনটির উপর এখন বিপুল ছাড় পাওয়া যাচ্ছে

এই ফোনটির এমনই দাম 18,999 টাকা

এখন এই ফোনটি মাত্র 1,099 টাকায় কেনা যাচ্ছে

Motorola -এর তরফে গত বছর Motorola G32 ফোনটিকে দেশের বাজারে নিয়ে আসা হয়। এই ফোনটির 8 GB RAM মডেল চলতি বছরের শুরুতে নতুন করে লঞ্চ করে। এখন এই ফোনটির উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে জনপ্রিয় E-commerce সাইট Flipkart -এ। 

Flipkart -এ Motorola G32 -এর উপর অফার

এই ফোনটির 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 18,999 টাকা। কিন্তু এখন অফারে এটি মাত্র 11,999 টাকায় কেনা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টের পর। এখানে বর্তমানে 36% ছাড় রয়েছে। 

তবে কেবল ফ্ল্যাট ডিসকাউন্ট নয়, এই ফোনে একই সঙ্গে আছে ব্যাংক অফার সহ এক্সচেঞ্জ অফার। কেউ যদি তাঁর পুরনো ফোনের বদলে এই ফোনটি কেনেন তাহলে তিনি এক্সচেঞ্জ অফারে 10,900 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে এই ছাড় গ্রাহক কতটা পাবেন সেটা পুরোপুরি নির্ভর করবে তাঁর পুরনো ফোন কোন মডেলের, কত পুরনো বা সেটার কী অবস্থা সেটার উপর। কিন্তু ধরা যাক তিনি যদি এই 10,900 টাকাটা পুরোটাই ছাড় পেয়ে যান তাহলে তিনি এই ফোনটি কিন্তু মাত্র 1,099 টাকায় কিনতে পারবেন। 

ডিল এক ঝলকে – 18,999- (7000+10,900) = 1,099 টাকা। সেরা ডিল দেখুন এখানে। 

অন্যদিকে এই ফোনের 8 GB RAM যুক্ত মডেলের উপরেও এখন ছাড় পাওয়া যাচ্ছে। এটির আসল দাম 16,999 টাকা হলেও, এটি এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পর 10,999 টাকায় কেনা যাচ্ছে। এখানে 10,450 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। 

আরও পড়ুন: Best Phones Under 30,000: বাজেটের মধ্যেই সেরা ফোন চান? লিস্টে রাখুন IQOO, Nothing সহ এগুলো

এছাড়া ব্যাংক অফার হিসেবে গ্রাহকরা 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন Flipkart Axis ব্যাংক কার্ডের উপর। 

এবার প্রশ্ন কী কী ফিচার আছে এই বাজেট ফোনে?

1. এই ফোনে গ্রাহকরা পাবেন 6.5 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 90 Hz রিফ্রেশ রেট আছে। রিফ্রেশ রেট তুলনায় কম হলে মাঝারি সাইজের এই স্ক্রিনটা দৈনন্দিন কাজের জন্য ঠিক আছে। 

2. Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন, ফলে মোটের উপর ভালো ভাবে কাজ চালিয়ে নেওয়ার মতো পরিষেবা এখানে পাওয়া যায়। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন যা 1 TB পর্যন্ত বাড়ানো সম্ভব। 

3. অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এই ফোন, অ্যান্ড্রয়েড 13 সাপোর্ট করে না। 

আরও পড়ুন: OnePlus 12 Specifications Leaked: অনলাইনে ফাঁস হল ওয়ানপ্লাস-এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের তথ্য, Snapdragon প্রসেসর সহ থাকবে এই ফিচার

4. ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই বাজেট ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। ফলে হাইফাই ক্যামেরা না হলেও ঠিকঠাক ছবি তোলা যাবে এই ফোন দিয়ে। 

5. 30W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। এছাড়া স্টিরিও স্পিকারও আছে এই ফোনে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :