IQOO 9 Price Drop: এখন 49,990 টাকার ফোন কিনুন 32,990-এ! এত সস্তায় কোথায় কেনা যাচ্ছে?

IQOO 9 Price Drop: এখন 49,990 টাকার ফোন কিনুন 32,990-এ! এত সস্তায় কোথায় কেনা যাচ্ছে?
HIGHLIGHTS

IQOO 9 -এর দাম এক ধাক্কায় কমলো অনেকটাই

34% ছাড় পাওয়া যাচ্ছে এই মিড রেঞ্জের ফোনে

49,990 টাকার বদলে এই ফোনটি এখন কত টাকায় কেনা যাচ্ছে?

আপনি যদি আপনার ফোনে এক টানা অনেকক্ষণ কাজ করেন বা দিনের অনেকটা সময় ফোনে গেম খেলে কাটান তাহলে IQOO 9 ফোনটি আপনার জন্য একদমই আদর্শ। এটি একটি হাই মিড রেঞ্জের ফোন হলেও বর্তমানে এটি বেশ সস্তায় কেনা যাচ্ছে। কোথায়? Amazon -এ।

দেখুন আর মাত্র কদিন পরই Amazon -এ শুরু হতে চলেছে Amazon Prime Days Sale। 15 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে এই সেল। তার আগেই এখন এই E-commerce সাইটে এই ফোনের উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। 

আপনি যদি হাই মিড রেঞ্জের এই ফোন বাজেটের মধ্যে কিনতে চান তাহলে আর সময় অপচয় নয়। এই সুযোগে কিনে ফেলুন এই ফোন। Amazon Prime Days Sale -এর আগে IQOO 9 -এর উপর কত কী ছাড় পাওয়া যাচ্ছে, এখন কত টাকায় এই ফোন কেনা যাবে দেখুন বিস্তারিত ভাবে। 

IQOO 9 -এর উপর ছাড়

Amazon -এ IQOO -এর এই ফোনটি 49,990 টাকায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে IQOO 9 ফোনটির উপর 34% ছাড় পাওয়া যাচ্ছে। ফলে এই ফোনটি এখন মাত্র 32,990 টাকায় কেনা যাচ্ছে। এর অর্থ হচ্ছে এই ফোনটির উপর এখন গ্রাহকরা এক ধাক্কায় 17,000 টাকা ছাড় পাচ্ছে।

ফলে ফ্ল্যাট ছাড়েই এই ফোনটা অনেকটা সস্তা হয়ে যাচ্ছে। তবে কিন্তু এখানেই শেষ নয়। এর সঙ্গে আছে ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফার। 

যাঁরা HDFC ব্যাংকের গ্রাহক তাঁরা এই ফোনটির যদি EMI লেনদেন করে কেনেন তাহলে এই ফোনটির উপর 1,250 টাকা ছাড় পেতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার ফোনটির দাম আরও অনেকটাই কমে যাবে বেশ।

আরও পড়ুন: Amazon Prime Days Sale: অ্যামাজন সেলে বাম্পার ছাড় iPhone 14-এ, সব থেকে কম দামে বিক্রি হবে এই প্রিমিয়াম ফোন?

এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই। আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোন কেনেন তাহলে আপনি এখানে 31,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে আপনি এই ছাড় কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার বর্তমান ফোনের অবস্থার উপর।

সেটা কোন কোম্পানির, কী অবস্থায় আছে সেটা বিচার করে আপনি এই ছাড় পাবেন। কিন্তু ধরা যাক, আপনি যদি এই ছাড় পুরোটা পান তাহলে কিন্তু আপনি তখন এই ফোনটি মাত্র 1,890 টাকায় কিনতে পারবেন। 

IQOO 9 অফার – 49,990-(17,000+31,100)= 1,890 টাকা। সেরা ডিল দেখুন এখানে। 

IQOO 9 Price drop

এবার প্রশ্ন আপনি কেন এই ফোন কিনবেন? 

1. এই ফোনটিতে গ্রাহকরা পাবেন 6.56 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 2376X1080 পিক্সেলের রেজোলিউশন আছে। 

2. এটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 888+ 5G প্রসেসরের সাহায্যে। এখানে 8 GB RAM রয়েছে। 

আরও পড়ুন: Samsung Galaxy S21 FE (2023) Launched India: Snapdragon প্রসেসর নিয়ে ভোল পাল্টে দেশে এল স্যামসাংয়ের 5G ফোন, দাম কত?

3. এই ফোনে দুর্দান্ত ছবি তোলার জন্য আছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ দুটো 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আর ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে 4350 mAh ব্যাটারি আছে। 

4. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে wifi, ব্লুটুথ 3.5 mm অডিও জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইত্যাদি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo