আপকামিং iQOO 13 স্মার্টফোন আগামী 3 ডিসেম্বর ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। তবে ঠিক তার আগেই কোম্পানি iQOO 12 ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট অফার করছে। এটি কোম্পানির গত বছর লঞ্চ হওয়া পাওয়ারফুল সিরিজের মধ্যে একটি। তবে একটি দুর্দান্ত অফারের আওতায় এই ফোনটি 25000 টাকার কম দামে আপনার হতে পার।
আইকিউ 12 ফোনে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার রয়েছে যা এই ফোনটিকে আরও সস্তা করে তুলবে। আসুন আইকিউ 12 ফোনে পাওয়া অফার এবং ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: অর্ধেক দামে বিক্রি হচ্ছে 256GB সহ Samsung 5G প্রিমিয়াম স্মার্টফোন
আইকিউ 12 ফোনটি বর্তমানে Amazon সাইটে 52,999 টাকায় লিস্ট করা। এই ফোনে যেকোনো ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যার পরে এই ফোনের দাম 3000 টাকা কমে যাবে।
পাশাপাশি কোম্পানি আপনার পুরনো ফোনের এক্সচেঞ্জে এতে 25,450 টাকার ছাড় দিচ্ছে। তবে আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে এক্সচেঞ্জ বোনাস। যদি আপনি পুরো এক্সচেঞ্জ নিতে পারেন তবে আইকিউ 12 ফোনটি মাত্র 25,549 টাকায় আপনার হতে পারবে।
ফিচারের কথা বললে, আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা 144Hz রিফ্রেশ রেটে কাজ করে। এটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে। ফোনে গেমিং অভিজ্ঞতা উন্নত করতে এতে Q1 গেমিং চিপসেট দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ 12 ফোনটি ট্রিপল রিয়ার সেটআপ সহ আসে। এতে 50MP মেইন সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 64MP টেলিফটো সেন্সর দেওয়া। টেলিফটো সেন্সরের সাথে এতে 3x অপটিকাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট রয়ছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 120W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: BSNL এর 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, মন খুলে করুন কলিং এবং ডেটা ব্যবহার