iPhone 14 Deal Alert: অবিশ্বাস্য! 79,900 টাকার আইফোন এখন কেবল 7,999 টাকাতেই কেনা সম্ভব! কোথায়? জানুন খুঁটিনাটি

iPhone 14 Deal Alert: অবিশ্বাস্য! 79,900 টাকার আইফোন এখন কেবল 7,999 টাকাতেই কেনা সম্ভব! কোথায়? জানুন খুঁটিনাটি
HIGHLIGHTS

iPhone 14 গত বছর লঞ্চ করেছে

এটি Apple এর লেটেস্ট প্রিমিয়াম ফোন

এটা এখন মাত্র 7,999 টাকায় কেনা যাবে

নতুন iPhone কেনার কথা ভাবছেন? যদি বলি গত বছর লঞ্চ হওয়া অর্থাৎ Apple -এর লেটেস্ট iPhone 14 টাই বরং কিনে ফেলুন, চমকে যাবেন? বা বাজেটের কথা ভেবে থমকে যাবেন? তাহলে বলি একদমই সেটা করবেন না, কারণ এখন এই প্রিমিয়াম ফোন বাজেটে কেনা যাচ্ছে। 

Flipkart -এ বর্তমানে সেল চলছে সেখানেই দারুন সস্তায় কেনা যাবে এই ফোন। আসলে Flipkart Big Saving Days Sale চলছে এখন এই E-commerce সাইটে। আর সেখানে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও এক্সচেঞ্জ অফার, ব্যাংক অফার সহ একাধিক অফার পাওয়া যাচ্ছে এই ফোনে। আর সবটা মিলিয়ে দারুন সস্তায় iPhone 14 কেনার সুযোগ রয়েছে গ্রাহকদের সামনে। 

iPhone 14 এর উপর ছাড়

iPhone 14 -এর 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 79,900 টাকা। কিন্তু এখন এই সেলে ফোনটির উপর 13% ছাড় আছে। অর্থাৎ এটি এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পর মাত্র 68,999 টাকায় কেনা যাচ্ছে। 

তবে কেবল ফ্ল্যাট ডিসকাউন্ট নয়, আছে এক্সচেঞ্জ অফারও। 61,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন এই ফোনে। অর্থাৎ পুরনো ফোনের বদলে এই নতুন ফোন নিলে পেতে পারেন 61,000 টাকা ছাড়। 

আরও পড়ুন: IQOO Z7 Pro India Price: অগাস্টেই লঞ্চ করবে IQOO-এর নতুন ফোন, MediaTek প্রসেসর যুক্ত ফোনের দাম হবে কত?

তবে এই ছাড় গ্রাহকরা কতটা কী পাবেন সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে তাঁদের পুরনো ফোনের উপর। কিন্তু যদি এই 61,000 টাকাটা পুরোটা ছাড় পান তাহলে মাত্র 7,999 টাকাতেই কেনা যাবে এই প্রিমিয়াম ফোন। 

অর্থাৎ এই ফোনের দাম: 79,900- (10,901+61,000)= 7,999 টাকা। ডিল দেখুন

এছাড়া iPhone 14 -তে পাবেন ব্যাংক অফারও। ICICI ব্যাংকের কার্ড দিয়ে কেনাকাটা করলে পেয়ে যাবেন 1,250 টাকা পর্যন্ত ছাড়। সেক্ষেত্রে আরও কে যাবে এই ফোনের দাম। 

Grab iphone 14 at just 7999 instead of 79900 from Flipkart sale

কী কী ফিচার আছে এখানে?

1. এই ফোনে 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। 

2. 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা ডিসপ্লে পাওয়া হবে এই ফোনের যেখানে গ্রাহকরা দুর্দান্ত ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন। 

আরও পড়ুন: Samsung Galaxy F34 5G Launched: বাজেট ফ্রেন্ডলি দামেই বাজারে এল স্যামসাংয়ের নতুন ফোন, ফাটাফাটি লঞ্চ অফার সহ ফিচার দেখুন

3. 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। অর্থাৎ রিয়ার ক্যামেরার দুটোতেই 12 মেগাপিক্সেলের সেন্সর পাবেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

4. A15 বায়োনিক প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo