Google Pixel 8a
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিটি ওয়েবসাইট সেল এবং অফার দেওয়া হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Flipkart সাইটে Google Pixel 8a ফোনটি সস্তা দামে বিক্রি হচ্ছে। বর্তমান সময় দুর্দান্ত ছাড় এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আসুন পিক্সেল 8এ ফোনে কী ডিল এবং অফার সম্পর্কে।
ফ্লিপকার্টে গুগল পিক্সেল 8এ ফোনের 8GB/128GB স্টোরেজ মডেল 37,999 টাকায় লিস্ট করা। এটি 2024 এর মে মাসে 52,999 টাকায় লঞ্চ হয়ছিল।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V40e 5G ফোনে মিলছে 3500 টাকার ছাড়, জানুন কোথায় পাবেন এই অফার
ব্যাঙ্ক অফার হিসেবে HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ইএমআই পেমেন্টে 3000 টাকায় ছাড় পেতে পারেন, যার পরে দাম কমে 34,999 টাকা হয় যাবে। এক্সচেঞ্জ অফারে, পুরনো ফোনে 23,650 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
পিক্সেল 8এ ফোনে 6.1-ইঞ্চির সুপার OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। পারফরম্যান্স ক্ষেত্রে গুগল পিক্সেল 8এ ফোনটি Tensor G3 দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে পিক্সেল 8এ ফোনটি রিয়ার ক্যামেরা অফার করে। এতে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ার করা। ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার দিতে ফোনটি 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ 4492mAh ব্যাটারি সহ আসে।
আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ধাক্কা, চুপিসারে বন্ধ করে দিল তিনটি সস্তা ভ্যালু রিচার্জ প্ল্যান