2022 সালের অক্টোবর মাসে লঞ্চ করে Google Pixel 7 এবং Google Pixel 7 Pro। এই ফোনে আছে Google- এর Tensor G2 প্রসেসর। আছে Flagship ফোনের সমস্ত ফিচার। এখন এই ফোনের উপরেই ব্যাপক ছাড় দিচ্ছে Flipkart। এখানে ফ্ল্যাট 5% ছাড় তো মিলছেই সঙ্গে আছে ব্যাংক অফার সহ এক্সচেঞ্জ অফার। Google Pixel 7 যখন দেশে লঞ্চ করেছিল তখন এটির দাম রাখা হয়েছিল 59,999 টাকা। এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ফোনটির দাম হয়েছে 56,999 টাকা।
1. Google Pixel 7 ফোনটি এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়ার পর 56,999 টাকায় কেনা যাচ্ছে।
2. এছাড়া এখানে একজন গ্রাহক পাবেন 7,000 টাকার ছাড় যদি তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন।
3. 7,000 টাকার ছাড় মিলবে যদি কোনও ব্যক্তি Axis ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন।
4. 7,000 টাকার ছাড় পাবেন যদি কোনও ব্যক্তি HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন।
5. 7,000 টাকার ছাড় মিলবে যদি কোনও ব্যক্তি ICICI ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন।
6. একই অফার অর্থাৎ, 7,000 টাকার ছাড় মিলবে যদি কোনও ব্যক্তি SBI ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন।
7. শুধু ব্যাংক অফার নয়, এই ফোনে আছে দারুন এক্সচেঞ্জ অফার। আপনি আপনার পুরনো ফোন বদলে এই ফোন কিনলে 30,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আপনার পুরনো ফোনের বর্তমান অবস্থা কী, সেটা কতটা ভাল কাজ করছে, কেমন ডিসপ্লে আছে সেটার বিচারে আপনি এখানে ছাড় পাবেন। যদি পুরো টাকা ছাড় পান তাহলে তখন 56,999 ফোনটির দাম কমে হবে 19,999 টাকা। অর্থাৎ 7,000 টাকার ব্যাংক অফার এবং 30,000 টাকার এক্সচেঞ্জ অফার সহ 5% ফ্ল্যাট ছাড় মিলিয়ে আপনি 59,999 টাকার ফোনটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে।
1. এই ফোনটি পরিচালিত হয় Google Tensor G2 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM সহ দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট। একটি ভ্যারিয়েন্টে মিলবে 128 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটিতে আছে 256 GB ইন্টারনাল স্টোরেজ।
2. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
3. 90 HZ রিফ্রেশ রেট সহ 6.3 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। HDR 10+ -এর সুবিধা পাবেন এখানে। গোরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন আছে এই ফোনে।
4. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 মেগাপিক্সেলের আরও একটু রিয়ার ক্যামেরা আছে এখানে। 10.8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ আছে এই ফোনে।
5. 20W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4355 mAh ব্যাটারি আছে এই ফোনে। সঙ্গে 20W ওয়্যারলেস চার্জিং এর সুবিধা মিলবে।