CERT-In বা ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে। একাধিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ভয়ঙ্কর ফাঁক বা লুপহোল খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 -ও আছে। এটার জেরে হ্যাকাররা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহ ফোনে থাকা নানা জিনিস হাতিয়ে নিতে পারে, একই সঙ্গে কাজেও ব্যাঘাত ঘটাতে পারে।
মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনের অধীনে কাজ করে এই CERT। এটার মূল উদ্দেশ্য হল ভারতীয় সাইবার স্পেসকে নিরাপদ রাখা এবং সাইবার সিকিউরিটির দিকে নজর রাখা। ফলে হ্যাকিং বা ফিশিং এর কোনও বিপদের আশঙ্কা থাকলে সেটাও জানায় এরা। আর এ হেন CERT -এর তরফে এই সতর্কতা জারি করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য।
CERT অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের একাধিক ভালনারেবিলিটির সন্ধান পাওয়া গিয়েছে যার সাহায্যে প্রতারকরা ব্যবহারকারীদের একাধিক তথ্য হাতিয়ে নিতে পারবে।
– CVE-2020-29374
– CVE-2022-34830
– CVE-2022-40510
– CVE-2023-20780
– CVE-2023-20965
– CVE-2023-21132
– CVE-2023-21133
– CVE-2023-21134
– CVE-2023-21140
– CVE-2023-21142
– CVE-2023-21264
– CVE-2023-21267
– CVE-2023-21268
– CVE-2023-21269
– CVE-2023-21270
– CVE-2023-21271
আরও পড়ুন: Oppp A58 4G Vs Samsung Galaxy F34 5G: 20,000-এর মধ্যে কে কাকে টপকে গেল? কোন ফোন কেন সেরা দেখুন
– CVE-2023-21272
– CVE-2023-21273
– CVE-2023-21274
– CVE-2023-21275
– CVE-2023-21276
– CVE-2023-21277
– CVE-2023-21278
– CVE-2023-21279
– CVE-2023-21280
– CVE-2023-21281
– CVE-2023-21282
– CVE-2023-21283
– CVE-2023-21284
– CVE-2023-21285
– CVE-2023-21286
– CVE-2023-21287
– CVE-2023-21288
– CVE-2023-21289
– CVE-2023-21290
– CVE-2023-21292
– CVE-2023-21626
– CVE-2023-22666
– CVE-2023-28537
– CVE-2023-28555
CERT -এর রিপোর্ট অনুযায়ী যে যে ফোনে অ্যান্ড্রয়েড 10, 11, 12, 12L এবং 13 আছে সেখানেই এই বিপদ দেখা গিয়েছে। ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রান টাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম, কার্নেল, ইত্যাদির কারণে এই ফাঁকফোকর তৈরি হয়েছে বলে জানিয়েছে CERT।
এই গন্ডগোলের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ছবি, অর্থনৈতিক তথ্য হাতিয়ে নিতে পারে, ব্যবহারকারীর অজান্তে তাঁদের ফোন কব্জা করতে পারে। শুধুই কি তাই? ফোনটাকে তাঁরা অব্যবহারযোগ্য করে তুলতে পারে, কিংবা ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে ফোনে।
বিপদ এড়াতে CERT-In -এর তরফে বারবার সিকিউরিটি আপডেট করে নিতে বলেছে ফোনের, এতে বিপদের ঝুঁকি কমবে। অ্যান্ড্রয়েড ফোন আপডেট করতে চাইলে কী করণীয়?
ডিভাইস সেটিংসে যান।
এবার সিস্টেমে ক্লিক করুন।
সিস্টেম আপডেটে যান এবার।
এবার কোনও আপডেট থাকলে সেটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন চটপট।
এবার যা যা নির্দেশ দেবে তাই করুন।
নিরাপদ সোর্স থেকে কেবল অ্যাপ ডাউনলোড করুন।
সিকিউরিটি অ্যাপ দিয়ে দেখুন ফোনে ম্যালওয়্যার আছে কিনা।
বিশ্বাসযোগ্য কেউ মেল পাঠালে তবেই সেটার অ্যাটাচমেন্ট খুলবেন।
শক্তিশালী পাসওয়ার্ড দিন সবেতে।
ডেটা ব্যাকআপ রাখুন রোজ রোজ।