New Feature on Android Smartphones: অযাচিত ভাবে কেউ আপনাকে ট্র্যাক করছে? হদিস পেতে Google আনল নতুন ফিচার, কাজ করবে কীভাবে?
Google এর তরফে নতুন ফিচার নিয়ে আসা হল
এখন অচেনা সোর্স যে আপনাকে ট্র্যাক করছে সেটার হদিস সহজেই পাওয়া যাবে
অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার কী করে কাজ করবে জানুন
ব্লুটুথ ট্র্যাকার ভাল না মন্দ এই নিয়ে গত কয়েক মাসে বিস্তর আলোচনা চলেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ডিভাইস ভীষণই শক্তিশালী বিশেষ করে হারিয়ে যাওয়া জিনিস, লাগেজ হারিয়ে গেলে এটা সেগুলো খুঁজে পেতে সাহায্য করে। যদিও অনেক সময়ই এই ট্র্যাকার অনেকের অজান্তে তাঁদের ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। সেটা উচিত নয়।
তাই বর্তমানে টেক কোম্পানিগুলো চেষ্টা করছে যাতে সেফটি রিস্ক কমানো যায়। Google এই সমস্যা দূর করার জন্য বর্তমানে একটি নতুন ফিচার ঘোষণা করেছিল তাদের Google I/O ইভেন্টে, এটা গত মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। এই ফিচারের নাম দেওয়া হয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্ট।
বর্তমানে এই আননোন ট্র্যাকার অ্যালার্ট ফিচার রোল আউট শুরু করল Google। বিশ্ব জুড়ে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার উপলব্ধ হবে।
অ্যান্ড্রয়েড ফোনে আননোন ট্র্যাকার অ্যালার্ট
ব্লুটুথ লোকেশন এবং ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে অবাঞ্ছিত ট্র্যাকিং আটকানোর জন্য এই ফিচার নিয়ে আসা হয়েছে। Google এর তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে যখন কোনও অন্য ব্যক্তির ট্র্যাকার ডিভাইস আপনাকে ট্র্যাক করবে তখন এই আননোন ট্র্যাকার অ্যালার্ট পাঠাবে এই ফিচার।
ব্যবহারকারীরা নোটিফিকেশনে তখন ক্লিক করে এক ব্লুটুথ ট্র্যাকারের বিষয়ে আরও তথ্য পেয়ে যাবেন। যেমন যে ব্যক্তি আপনার ফোন ট্র্যাক করছেন তাঁর ফোনের শেষ চারটি ডিজিট সহ সেই ট্র্যাকারের লোকেশন সবটাই জানা যাবে। সেই ব্যক্তি কোথায় আছে সেটা নির্দিষ্ট ভাবে জানার জন্য প্লে সাউন্ড অপশন অন করে দিতে পারেন, এতে ট্র্যাকার শব্দ করবে তাও সেই ব্যক্তির অজান্তে।
এছাড়া এখানে আরও একটি ম্যানুয়াল স্ক্যান ফিচার পেয়ে যাবেন যার সাহায্যে ব্যবহারকারীরা ম্যানুয়ালি স্ক্যান করে ব্লুটুথ ট্র্যাকার চিহ্নিত করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ফোনে আননোন ট্র্যাকার অ্যালার্ট অন করতে চান? দেখুন পদ্ধতি।
সবার আগে আপনার ফোনের সেটিংসে যান।
এবার সেফটি এবং এমারজেন্সি অপশনে যান।
এবার দেখুন আপনি একটি আননোন ট্র্যাকার অ্যালার্ট অপশন পাবেন। এবার সেটাকে ক্লিক করে অ্যালাও অ্যালার্ট অপশনে ক্লিক করুন।
এই কাজ করার সময় ব্লুটুথ অন রাখবেন। এবং একই সঙ্গে Google Play সার্ভিসের অনুমতি যেন অন থাকবে।
আরও পড়ুন: Phone Hacks: ফোনের ব্যাটারি বাঁচাতে চান? মেনে চলুন এই সহজ কিছু স্টেপ
এবার আপনি এখানে আশপাশে যত ট্র্যাকার আছে তার লিস্ট পেয়ে যাবেন। এবার আপনি স্ক্যান নাও অপশনে ক্লিক করুন ম্যানুয়ালি ব্লুটুথ ট্র্যাকার স্ক্যান করার জন্য।
এই বিষয়ে মনে রাখবেন Google ধীরে ধীরে এই ফিচার রোল আউট করছে। তাই এখনই আপনি আপনার ফোনে এই ফিচার দেখতে পাবেন এমনটা নয়। তবে এটার জন্য কোনও সফটওয়্যার আপডেট লাগবে না। এমনই এটা ফোনে চলে আসবে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile