ভোডাফোন, এয়ারটেলের কানেকশন দিয়েই এবার করা যাবে গুগল প্লে ক্যারিয়ার বিলিং সেবা!

ভোডাফোন, এয়ারটেলের কানেকশন দিয়েই এবার করা যাবে গুগল প্লে ক্যারিয়ার বিলিং সেবা!
HIGHLIGHTS

বর্তমানে এই ফিচর শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন মধ্যে উপস্থিত.

এবার কেনাকাটা করার জন্য কাশ বা আপনার ডেবিট, ক্রেডিট কার্ড এর দরকার নেই. আপনি আপনার টেলিকম অপ্রেটার কোম্পানির মাধ্যমে ও কেনাকাটা করতে পারে. কেমন করে? আপনি যদি হন তাহলে ভোডাফোন বা এয়ারটেলের গ্রাহক ভোডাফোন বা এয়ারটেলের বিলে সরাসরি টাকার অঙ্ক যোগ করে আপনাকে কেনাকাটার সুযোগ দেবে.

কেনাকাটা তো একশোবার! কিন্তু ভোডাফোন বা এয়ারটেলের পোস্টপেড কানেকশন ব্যবহার করে ঠিক কী সরাসরি কিনতে পারবেন এবার গ্রাহকরা?

আরও দেখুন : মাত্র 144 টাকায় আনলিমিটেড লোকাল ও STD কলিং দেবে BSNL

অ্যাপ! এর আগে গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ কিনতে গেলে দরকার পড়ত ডেবিট অথবা ক্রেডিট কার্ডের। সেই অ্যাপ কেনার সময় কার্ডের তথ্য দিতে হত গ্রাহকদের। তার পর সেই অ্যাপ নির্মাতা সংস্থা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিত সেই অ্যাপের দাম।

কিন্তু এবার পুরো প্রক্রিয়াটাই হয়ে যাচ্ছে সরাসরি। জানা গিয়েছে, এবার থেকে গুগল প্লে স্টোর মারফত কোনও অ্যাপ কিনলে আর গ্রাহককে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে না। ওই অ্যাপের দাম এক্ষেত্রে যোগ হয়ে যাবে বিলের টাকার অঙ্কে। এভাবেই ভোডাফোন বা এয়ারটেলের বিলে সরাসরি টাকার অঙ্ক যোগ করে অ্যাপ কেনাকাটার সুযোগ এল নতুন বছরে।

তবে এখনও পর্যন্ত এই সুবিধা যে অন্তর্ভুক্ত হয়েছে, তা গুগলের সাপোর্ট পেজে উল্লেখ করা হয়নি। ফলে গ্রাহকদের অনেকেই বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছেন। কেউ কেউ ভাবছেন, এই সুবিধাটি পাবেন কেবল কিছু বাছাই করা গ্রাহকই! সংস্থা জানিয়েছে, খুব তাড়াতাড়ি তারা ব্যাপারটার উল্লেখ করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে!

আরও দেখুন : সাওমি Mi 6 স্মার্টফোন ফেব্রুয়ারির শুরু তে হতে পারে লঞ্চ

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি ৮-এর ফিচার্স সম্পর্কে আসল আরেকটি তথ্য

আমাজন থেকে কিনুন Rs 10,999 টাকায় Coolpad Note 5

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo