এর আগে HMD গ্লোবালও জানিয়েছিল যে Nokia’র অ্যান্ড্রয়েড স্মার্টফোন অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে
Google এর স্মার্টফোন গুগল পিক্সাল আগাস্টে অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে। খবর পাওয়া গেছে যে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গুগল পিক্সাল এই আপডেটটি পাবে। অ্যান্ড্রয়েড পুলিশ টুইটার করে এই কথা জানিয়েছে।
অ্যান্ড্রয়েড পুলিশ এই দাবিও করেছে যে এই বিষয়ে কোম্পানির তরফে কোন রকমের অফিসিয়াল খবর দেওয়া হয়নি। এর আগে এর আগে HMD গ্লোবালও জানিয়েছিল যে Nokia’র অ্যান্ড্রয়েড স্মার্টফোন অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে।
গুগল পিক্সালের 32GB ভেরিয়েন্টটির দাম Rs. 57,000 , আর এর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম Rs. 66,000 । পিক্সাল ডিভাইসে ছবি আর ভিডিও সেভ করার জন্য আনলিমিটেড ক্লাইড স্টোরেজ পাওয়া যায়।
এই ডিভাইসের গুগল হুইয়াই আর গুগল প্লে আগে থেকেই ইন্সটল্ড আছে। গুগল পিক্সাল অ্যালুমিনিয়াম বডি যুক্ত। পিক্সালে 5-ইঞ্চির ডিসপ্লে 1080 পিক্সালের সঙ্গে আছে। সেখানে পিক্সাল XL এ 5.5-ইঞ্চির কোয়াড HD ডিসপ্লে আছে। এই দুটি ফোনি গুগলের ফ্ল্যাগশিপ ডিভাইস।