Google প্রায় তৈরি তাদের আগামী Pixel ফোনগুলোর বাজারে লঞ্চ করার জন্য। তবে এর মধ্যে দুটো ফোন নিয়ে চর্চার শেষ নেই। এই ফোন দুটির মধ্যে একটি হল Foldable ফোন অর্থাৎ Pixel Fold। আরেকটি ফোন হল Pixel 8 Pro।
আর মাত্র কয়েক মাস বাকি, তারপরই বাজার কাঁপাতে আসছে এই ফোনগুলো। বাজারে আসার আগেই এই ফোন কিন্তু ইতিমধ্যেই বেশ হাইপ তৈরি করে দিয়েছে।
রোজ রোজ কোনও না কোনও নতুন লিক প্রকাশ্যে আসছে। এখন সবাই অধীর আগ্রহে জানার জন্য অপেক্ষা করে আছে যে যে তথ্যগুলো জানা যাচ্ছে সেগুলো কতটা ঠিক। ইতিমধ্যেই Evleaks -এর তরফে Pixel Fold -এর ডিজাইন সম্পর্কে আরও ডিটেল তথ্য প্রকাশ্যে এল।
কিছুদিন আগেই এই ফোনের বিষয়ে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে এই ফোনের ব্যাটারি বা চার্জিংয়ের বিষয় কিছুই জানা যায়নি।
Tipster যোগেশ ব্রার জানিয়েছেন Pixel Fold ফোনটিতে 4500 mAh ব্যাটারি থাকবে তাও 23W চার্জারের সঙ্গে। তবে এটা এখনও জানা যায়নি যে এই চার্জার ওয়্যার্ড হবে নাকি ওয়্যারলেস।
এই তথ্য থেকে এটুকু জানা গিয়েছে যে এই ফোনে ফাস্ট চার্জিংয়ের কোনও সুবিধা থাকবে না, যেমনটা এর পূর্বসূরির ক্ষেত্রেও দেখা গিয়েছিল। ফলে চার্জিংয়ের দিক থেকে এই ফোনের সঙ্গে তার পূর্বসূরিদের কোনও পার্থক্য থাকবে না যে সেটা স্পষ্ট।
Pixel 8 Pro ফোনটির বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে, কিন্তু এই ফোনের ক্যামেরা সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।
তবে একজন অনামী tipster জানিয়েছেন যে Samsung -এর তরফে সাজেস্ট করেছে যে Pixel 8 Pro ফোনটিতে একটি বড়সড় ক্যামেরা আপডেট দেখা যাবে। এই ফোনে Samsung -এর বড় ISOCELL GN 2 সেন্সর থাকবে যা কিনা 1 কিংবা 1.2 ইঞ্চির হবে। এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে করে। ফলে এটা যদি বাস্তব হয় বুঝতেই পারছেন তাহলে এই ফোনের ক্যামেরা তার পূর্বসূরিদের তুলনায় অনেকটাই উন্নতমানের হতে চলেছে।
কিন্তু এই তথ্যগুলো কতটা সঠিক সেটা জানার জন্য আমাদের এই ফোনগুলো লঞ্চের অপেক্ষা করতে করতে হবে। তখনই বোঝা যাবে এই ফাঁস হওয়া তথ্য ঠিক না ভুল।