Google Pixel আর Pixel XL এর ওপর পাওয়া যাচ্ছে Rs 13,000’র বিশাল ক্যাশব্যাক

Google Pixel আর Pixel XL এর ওপর পাওয়া যাচ্ছে Rs 13,000’র বিশাল ক্যাশব্যাক
HIGHLIGHTS

এই অফারটি 31 মে অব্দি ভ্যালিড থাকবে

গুগলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Google Pixel আর Pixel XL এর ওপর এবার Rs 13,000 অব্দি ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে. এই অফারটি অফলাইন রিটেল চ্যানেলেও পাওয়া যাচ্ছে.

এছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও, পার্চেজের 90 দিনের মধ্যে ক্রেতার অ্যাকাউন্টে Rs.13,000 এর ক্যাশব্যাক ক্রেডিট করে দেওয়া হবে. এই অফারটি 31মে পর্যন্ত পাওয়া যাবে. এই অফারটি HDFC, Citibank, Axis Bank, ICICI, American Express, HSBC, Standard Chartered Bank, State Bank of India, IndusInd Bank, Kotak Mahindra Bank, RBL, Yes Bank, আর UBI ইউজার্সদের জন্য Rs.13,000 এর ক্যাশব্যাক অফারটি পাওয়া যাচ্ছে.

আরো দেখুন: Reliance Jio এবার তাদের Jio Fi 4G হটস্পটে দিচ্ছে 100% ক্যাশ ব্যাক

Google Pixel আর Pixel XL এর 32GB ভেরিয়েন্টকে ভারতে Rs 57,000 আর Rs 67,000 দামে লঞ্চ করা হয়েছিল. এছাড়া 128GB ভেরিয়ান্টের দাম ছিল Rs 66,000 আর Rs 76,000.

আরো দেখুন: Samsung Galaxy A5 অ্যান্ড্রয়েড 7.0 আপডেট পাবে

আরো দেখুন: Xiaomi Redmi 4X স্মার্টফোন 4GB র্যামের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo