iPhone 16e কে টেক্কা দিতে Google লঞ্চ করল সস্তা Pixel 9a, জানুন দাম কত

iPhone 16e কে টেক্কা দিতে Google লঞ্চ করল সস্তা Pixel 9a, জানুন দাম কত
HIGHLIGHTS

ভারতে Google Pixel 9a ফোনের প্রতিযোগিতা iPhone 16e এর সাথে হবে

গুগল দাবি করেছে যে নতুন ফোনে সাত বছরের অপারেটিং সিস্টেম এবং সিকিউটির আপডেট পাওয়া যাবে

পিক্সেল 9এ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5100mAh এর ব্যাটারি রয়েছে

Google ভারতে তার বহুল প্রতীক্ষিত নতুন Pixel 9a লঞ্চ করেছে। ভারতে এই ফোনের প্রতিযোগিতা iPhone 16e এর সাথে হবে। গুগল পিক্সেল 9a ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে। গুগল দাবি করেছে যে নতুন ফোনে সাত বছরের অপারেটিং সিস্টেম এবং সিকিউটির আপডেট পাওয়া যাবে। পিক্সেল 9এ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5100mAh এর ব্যাটারি রয়েছে।

ভারতে Google Pixel 9a ফোনের দাম কত

গুগল পিক্সেল 9এ ফোনের দাম 49,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি মাত্র 8GB RAM+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। কোম্পানি এই ফোনটি Iris, Obsidian, Peony এবং Porcelain কালার অপশনে লঞ্চ করেছে। পিক্সেল 9এ ফোনের বিক্রি আগামী মাসে শুরু হবে, তবে আপাতত গুগল সঠিক বিক্রি তারিখ এখনও জানায়ানি।

আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা এবং 6400mAh ব্যাটারি সহ নতুন iQOO ফোনের সেল শুরু, 2000 টাকা সস্তায় কেনার সুযোগ

Pixel 9a Launched in india

গুগল পিক্সেল 9এ স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

পিক্সেল 9এ ফোনে 6.3-ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2700 পর্যন্ত পিক ব্রাইটনেস এবং গরিল্লা গ্লাস 3 প্রোটেকশন সাপোর্ট করে। গুগল পিক্সেল 9এ ফোনটি Tensor G4 চিপসেট সহ আসে, যা Titan M2 সিকিউরিটি কোপ্রোসেসর সহ পেয়ার করা হয়েছে। এটি 8 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ সহ পেয়ার করা।

গুগল পিক্সেল 9এ ফোনে OIS সহ 48MP মেইন ক্যামেরা অফার করা হয়েছে। এটি 8x পর্যন্ত সুপার রেজ জুম সাপোর্ট করে। এছাড়া সেটআপে একটি 120Hz ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.2 অপার্চার সহ 13MP আল্ট্রাওয়াইড লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে গুগল পিক্সেল 9এ ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া যা গুগল এর 45W পাওয়ার এডাপটার এবং 7.5W ওয়্যারলেস Qi চার্জিং সহ ব্যবহার করতে 23W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গুগল জানিয়েছে যে স্মার্টফোনটি একবার চার্জে 30 ঘন্টার বেশি ব্যাটারি লাইফ দেবে।

আরও পড়ুন: প্রথম সেলেই 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Realme P3 5G, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo