Google Pixel 8, Pixel 8 pro নতুন কালার অপশনে লঞ্চ, জানুন কী রয়েছে বিশেষ
Google Pixel 8, Pixel 8 Pro একটি নতুন কালার ভ্যারিয়্যান্টে আনা হয়েছে
এখন একটি নতুন মিন্ট কালার ভ্যারিয়্যান্টেও কেনা যাবে গুগলের লেটেস্ট পিক্সেল 8 ফোনটি
এই স্মার্টফোনটি একই দামের সাথে 128GB স্টোরেজে কেনা যাবে
Google Pixel 8, Pixel 8 Pro একটি নতুন কালার ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ব্র্যান্ডটি সম্প্রতি তার পোস্টে মিন্ট ফ্রেশ নাম দিয়ে আপকামিং ফোনটির বিষয় টিজ করেছিল। গুগল পিক্সেল 8 ফোন অক্টোবর মাসে ওবসিডিয়ান, হ্যাজেল এবং রোজ রঙে আনা হয়েছিল। এছাড়া পিক্সেল 8 প্রো বাজারে এসেছিল অবসিডিয়ান, বে এবং পোর্সেলিন রঙে।
এখন একটি নতুন মিন্ট কালার ভ্যারিয়্যান্টেও কেনা যাবে গুগলের লেটেস্ট পিক্সেল 8 ফোনটি। আসুন পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Moto G24 Power লঞ্চ হবে এই দিন, দেখুন টিজার
Get it while it’s fresh 💚
— Google India (@GoogleIndia) January 25, 2024
The #Pixel8 is now available in Mint for a limited time only!
Shop yours at: https://t.co/PSYnfK5WnM pic.twitter.com/VlssC7Jsxg
Google Pixel 8, Pixel 8 Pro দাম এবং বিক্রি
গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো ফোনের মিন্ট কালার ভ্যারিয়্যান্টটি গুগল স্টোরে লিস্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি একই দামের সাথে 128GB স্টোরেজে কেনা যাবে। ভারতে লেটেস্ট পিক্সেল ফোনটি Flipkart সাইটেও লিস্ট করা হয়েছে।
Google launched the Pixel 8 series Mint colour option globally yesterday.
— Ishan Agarwal (@ishanagarwal24) January 25, 2024
India gets only the standard Pixel 8 in Mint for now. Available (8/128GB) on Flipkart for ₹75,999. ₹12K card discount which brings it down to ₹63,999. #GooglePixel #Pixel8 pic.twitter.com/RIXVpwqlK7
ফ্লিপকার্ট সাইটে এখন পর্যন্ত মিন্ট কালার অপশনে পিক্সেল 8 লিস্ট করা হয়েছে। এখানে এই ফোনটি 75,999 টাকায় বিক্রি হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। এছাড়াও থাকবে একাধিক ব্যাঙ্ক অফারও।
আরও পড়ুন: 12GB RAM এবং OIS সহ 50MP ক্যামেরার Motorola 5G ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত?
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile