Google তাদের Pixel ফোনের জন্য প্রথম ইন হাউজ চিপসেট, Tensor আজ থেকে দুই বছর আগে লঞ্চ করেছি। এই Tensor -এর সঙ্গে Google AI -এর পারদর্শিতাকে মিশিয়ে Pixel অভিজ্ঞতা তৈরি করতে একেবারে সিদ্ধহস্ত যাকে বলে। ইতিমধ্যেই Tensor -এর দুটো প্রজন্ম বাজারে এসে গিয়েছে, এবার পালা Tensor চিপসেটের তৃতীয় প্রজন্মের আসার। জানা গিয়েছে এই নয়া চিপসেট এর সাহায্যে চলবে Google Pixel 8 সিরিজ।
অ্যান্ড্রয়েড অথরিটির তরফে একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে এই নতুন Tensor G3 চিপসেটে একাধিক দুর্দান্ত আপগ্রেডেশন দেখা যাবে। এখানে থাকবে মডার্ন কোর, লেটেস্ট স্টোরেজ স্ট্যান্ডার্ডের সাপোর্ট সহ নতুন GPU ইত্যাদি।
1. Google Tensor G3 -এর কোডনেম হল Zuma। এখানে নতুন কোর লেআউট থাকবে। এখানে 1+4+4 লেআউট দেখা যাবে। এর আগের Tensor চিপসেটে 2+2+4 লেআউট দেখা গিয়েছিল।
2. এই চিপসেটের প্রাইমারি কোর হবে Cortex X3। এটা 3.0 GHZ এ ক্লকড করা আছে। মাঝারি কোরগুলো হবে চারটি Cortex A715 -এর। প্রতিটি কোরে থাকবে 2.45 GHZ।
Google Tensor G2 -তে ছিল Cortex A78। ফলে এখানে একটি আপগ্রেডেশন দেখা যাবে।
আর ছোট কোরের জন্য এখানে 4টি Cortex A510 থাকবে। এখানে প্রতিটিতে 2.15 GHZ থাকবে। ফলে এখানেও বেশ অনেকটাই উন্নতি দেখা যাবে আগের থেকে।
আরও পড়ুন: Edge 30 Ultra, Edge 40 সহ কোনগুলো Motorola-এর সেরা 5G ফোন এই বছরের? দেখুন দাম সহ ফিচার
3. Google Tensor যতই এই বছর আসুক এটা আদতেই Snapdragon 8 Gen 3 এবং Mediatek Dimensity 9300 -এর তুলনায় একটু পিছিয়ে থাকবে অন্তত খাতায় কলমে।
4. Tensor G3 -এর CPU আপগ্রেডেশন অভার অল পারফরমেন্স সহ Google Pixel 8 সিরিজের কাজ করার ক্ষমতা অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে। মেমোরি ট্যাগিং এক্সটেনশন যোগ করা হবে এখানে যা মেমোরি বেসড অ্যাটাকগুলো আটকে দেওয়া সম্ভব।
5. এখানে Google -এর তরফে 32 বিট সাপোর্ট সরিয়ে দেওয়া হবে। ফলে এই নতুন চিপ Pixel 8 -এর স্টোরেজ ক্ষমতা সহ অন্যান্য সুবিধা পেতে অনেকটাই সাহায্য করবেন।
এই ফোনে GPU -এর ক্ষেত্রেও বেশ অনেকটা আপগ্রেডেশন দেখা যাবে। Mali G715 একটা বেশ ভালো আপগ্রেডেশন থাকে যেখানে রে ট্রেসিংয়ের সুবিধা থাকে।
এখানে Bigwave ব্লক থাকবে উন্নতমানের ভিডিও ডিকোড এবং এনকোড করার জন্য। AV1 এনকোডিং -এর সুবিধা পাওয়া যাবে 4K30 পর্যন্ত। এখানে 8K30 এনকোডিং পর্যন্ত সাপোর্ট করবে। যদিও সেটা এখনও স্পষ্ট নয় যে এটা আদৌ থাকবে কিনা।
TPU -এর নতুন আপগ্রেড Rio -এর জন্য ক্লক স্পিড বাড়বে প্রায় 1.1 GHZ। এছাড়া ছবি প্রসেসিংয়ের জন্য একটা নতুন DSP Callisto থাকবে।
আরও পড়ুন: এক ঝটকায় 35,000 টাকা পর্যন্ত দাম কমল Xiaomi-এর 4 ফোনের! তালিকায় আছে কী কী?
তবে জন্য এত আপগ্রেড আসুক বা যাই হয়ে যাক আদতে Google Pixel 8 সিরিজের Tensor G3 চিপের মডেম কিন্তু একই থাকবে আগের মতো। এই 4nm চিপসেট Samsung প্রসেসের দ্বারা উৎপাদন করা হতে পারে।
আগামী অক্টোবর মাসে Pixel 8 সিরিজ লঞ্চ করবে বলেই মনে করা হচ্ছে।