Google Pixel 8 সিরিজ ফোনের বিক্রি শুরু, প্রথম সেলেই 9000 টাকা পর্যন্ত ছাড়, জানুন কোথাও পাবেন অফার
Pixel 8 Series এর দুটি ফোনের বিক্রি আজ অর্থাৎ 12 অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে
Pixel 8 এবং Pixel 8 Pro ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হচ্ছে
পিক্সেল 8 ফোনটি আপনি 75,999 টাকার শুরুর দামে কিনতে পারবেন
টেক জয়েন্ট কোম্পানি Google সম্প্রতি তার নতুন ফ্ল্যাগশিপ ফোন Pixel 8 Series দেশে নিয়ে হাজির হয়েছে। এই সিরিজের আওতায় দুটি ফোন Google Pixel 8 এবং Pixel 8 Pro আনা হয়েছে। ভারতে এই দুটি ফোনের বিক্রি আজ অর্থাৎ 12 অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে। বলে দি যে গত সপ্তাহে এই স্মার্টফোন দুটি Made by Google ইভেন্টে লঞ্চ করা হয়েছিল।
গুগল পিক্সেল 8 সিরিজে ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হচ্ছে। Tensor G3 প্রসেসর পাওয়া যাবে। এই স্মার্টফোনে ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে, যা কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দিয়ে সুরক্ষিত করা রয়েছে। আসুন এই দুটি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: OnePlus Pad Go প্রি-অর্ডার আজ থেকে শুরু, লঞ্চ অফারে মিলবে 2000 টাকার ছাড়
Google Pixel 8 Series এর দাম এবং অফার
পিক্সেল 8 ফোনটি আপনি 75,999 টাকার শুরুর দামে কিনতে পারবেন। এই দামে ফোনে 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। ফোনের 8GB RAM+ 256GB স্টোরেজ মডেলটি 82,999 টাকার দামে বিক্রি করা হচ্ছে।
Friday 🙂
— Made by Google (@madebygoogle) October 11, 2023
October 13th 🙂
Friday, October 13th 😬#Pixel8 and Pixel 8 Pro are good vibes all around. Make your luckiest upgrade yet at the Google Store, starting on October 12th: https://t.co/cBfuNzHGIa pic.twitter.com/V717uSvc6H
পিক্সেল 8 প্রো ফোনটি সিঙ্গেল মডেলে আনা হয়েছে, যার 12GB RAM+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1,06,999 টাকা।
অফারের আওতায় Pixel 8 ফোনে ICICI, Axis এবং Kotak Bank কার্ড পেমেন্টে 8000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে Pixel 8 Pro ফোনে 9000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Google Pixel 8 Series ফোনে কী স্পেসিফিকেশন
গুগল পিক্সেল 8 ফোনে 6.2-ইঞ্চি OLED ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটি Google tensor G3 চিপসেটে কাজ করে। এতে কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস এর সুরুক্ষা দেওয়া। ফটোগ্রাফির জন্য 50MP + 12MP ডুয়াল রিয়ার এবং 10.5 ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 4575mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
গুগল পিক্সেল 8 প্রো ফোনে 6.7-ইঞ্চি LTPO OLED ডিসপ্লে পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ফোনে কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস দেওয়া। ফোনটি Google Tensor G3 চিপসেটে কাজ করে। ফোনে 12GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার 50MP + 48MP + 48MP ক্যামেরা দেওয়া। ফ্রন্টে সেলফি তোলার জন্য 10.5MP সেন্সর রয়েছে। ডিভাইসে পাওয়ার দিতে 5050mAh ব্যাটারি অফার করা হয়েছে।
আরও পড়ুন: Samsung এর এই 3 ফোনের দামে ব্যাপক ছাড়, মাত্র 6499 টাকা থেকে দাম শুরু
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile