Google -এর আসন্ন ফোন Google Pixel 7a নিয়ে বিস্তর চর্চা চলছে। মাঝে মধ্যেই এই ফোনটির বিষয়ে একাধিক তথ্য প্রকাশ্যে চলে আসছে। এটা লঞ্চের আগেই এটার ফিচার থেকে দাম সহ কী কী রঙে কেনা যাবে সব তথ্যই প্রায় জানা গিয়েছে।
Google I/O অনুষ্ঠান আগামী 10 মে হতে চলেছে। সেখানে হয়তো এই Google Pixel 7a ফোনটি লঞ্চ করবে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে এই ফোনটি আদতে একটি মিড রেঞ্জের ফোন হবে। এটার পূর্বসূরি হল Google Pixel 6A।
সম্প্রতি এই ফোনের আরও একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোন কোন রঙে পাওয়া যাবে, অফিসিয়াল কেস কেমন হবে সেই সব তথ্য জানা যাচ্ছে।
Google Pixel 6A -এর মতোই তার উত্তরসূরি Pixel 7a -কে দেখতে হবে। এই ফোনটি তিনটি রঙে লঞ্চ হবে বলেই সদ্য ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে। এই তিনটি রং হল লাইট ব্লু, সাদা এবং গ্রে।
এছাড়া জানা গিয়েছে এই ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে যেখানে মাঝখানে একটি পাঞ্চ হোল কাট আউটের মধ্যে ফ্রন্ট ক্যামেরা থাকবে। ভিসর শেপের রিয়ার ক্যামেরা মডিউল থাকবে এই ফোনে।
এই ফোন ছাড়াও ফোনটির অফিসিয়াল কেসের ছবিও প্রকাশ্যে এসেছে। তিনটি আলাদা ভ্যারিয়েন্ট থাকবে এই ফোনে। এই কেস আড়াআড়ি ভাবে খোলা যাবে ক্যামেরা মডিউলের জন্য। এখানে Google -এর লোগো দেখা গিয়েছে।
1. এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি OLED ডিসপ্লে থাকবে যেখানে Full HD+ রেজোলিউশন মিলবে।
2. Google Tensor G2 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন।
3. এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
4. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
5. ফোনে অ্যান্টেনা লাইন দেখা যাবে। ফলে এই ফোনে মেটাল ফ্রেম থাকবে বলেই আশা করা হচ্ছে।
6. এই ফোনের দাম 40,000 টাকার আশপাশে হবে। ফলে এটা জন্য অন্যতম সস্তার Google Pixel ফোন হতে চলেছে সেটা বলাই বাহুল্য।
7. আগের লিক থেকে রং, ইত্যাদির ব্যাপারে আভাস পাওয়া গিয়েছিল কিন্তু এবার যে তথ্য সামনে এসেছে সেগুলো সেই ফাঁস হওয়া তথ্য শিলমোহর দিল।