Google Pixel 7A ফোনের ভারতে লঞ্চ তারিখ ফাঁস, Flipkart থেকে হবে বিক্রি, জেনে নিন খুঁটিনাটি

Updated on 02-May-2023
HIGHLIGHTS

Google I/O 2023 ইভেন্ট ভারতে 10 মে আয়োজিত হতে চলেছে

11 মে ভারতে Google Pixel 7A লঞ্চ করা হবে

পিক্সেল 7A ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল এর লেন্স থাকবে

Google I/O 2023 ইভেন্ট ভারতে 10 মে আয়োজিত হতে চলেছে। এই ইভেন্টে টেক জয়েন্ট Google ভারতে Pixel 7A লঞ্চ করবে। গুলের এই আপকামিং ফোন পিক্সেল 7A ভারতে লঞ্চিং নিশ্চিত হয়ে গিয়েছে।

11 মে ভারতে Google Pixel 7A লঞ্চ করা হবে। সম্প্রতি আসা একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে 10 মে অনুষ্ঠিত Google I/O 2023 ইভেন্টে Pixel 7A লঞ্চ করা হবে।

https://twitter.com/GoogleIndia/status/1653278233721458688?ref_src=twsrc%5Etfw

Google India তার অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে ভারতে Google Pixel 7A লঞ্চের বিষয় জানিয়েছে। পিক্সেল 7A ফোনে লঞ্চ নিয়ে এর আগে একাধিক তথ্য় লিক হয়েছে। Pixel 7A ফোনটি লঞ্চের সাথেই Flipkart সাইটে বিক্রি শুরু হয়ে যাবে।

Pixel 7A ফোনের ফিচার সম্পর্কে বললে, এটি Google Tensor G2 চিপসেট সহ আসবে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও, LPDDR5 RAM এর সাথে UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে।

Pixel 7A স্পেসিফিকেশন

Pixel 7A স্মার্টফোনে 6.1-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 90Hz পাওয়া যাবে।

Google pixel 7a ফোনটি 8GB RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হতে পারে।

পিক্সেল 7A ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল এর লেন্স থাকবে। এর সাথে 13MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।

ফ্রন্ট ক্যামেরা হিসাবে, ফোনে 10.8 মেগাপিক্সেলের সেন্সর থাকবে।

প্রসেসরের কথা বললে ফোনে গুগল টেনসর জি2 চিপসেট দেওয়া হবে।

ফোনকে পাওয়ার দিতে 4400 mAh ব্যাটারি দেওয়া হবে, যার সাথে 18W এর চার্জিং থাকবে। তবে ফোনের সাথে বক্সে চার্জর দেওয়া হবে না।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :