Google Pixel 9 series লঞ্চের আগেই Pixel 7 Series হল সস্তা, জানুন নতুন দাম কত
Google আপকামিং ফ্ল্য়াগশিপ Pixel 9 Series লঞ্চ করতে চলেছে। পিক্সেল 9 সিরিজে 14 অগাস্ট লঞ্চ হবে
পিক্সেল 9 সিরিজ লঞ্চ হওয়ার আগে Pixel 7 এবং Pixel 7 Pro ফোনের দাম সস্তা হয়ে গেছে
গুগল পিক্সেল 7 ফোনটি 32,999 টাকায় লিস্ট করা হয়েছে
Google তার আপকামিং ফ্ল্য়াগশিপ স্মার্টফোন Pixel 9 Series লঞ্চ করতে চলেছে। পিক্সেল 9 সিরিজের ফোন 14 অসাস্ট লঞ্চ করা হবে। কোম্পানি অনলাইন শপিং সাইট Flipkart -এ আপকামিং গুগল পিক্সেল ফোনের ল্যাংডিং পেজ তৈরি করেছে। পিক্সেল 9 সিরিজ লঞ্চ হওয়ার আগে Pixel 7 এবং Pixel 7 Pro ফোনের দাম সস্তা হয়ে গেছে। পিক্সেল 7 সিরিজ ফোনটি 33 হাজার টাকার কমে দামের শুরুতে কেনা যেতে পারে।
Google Pixel 7 series ফোনের দাম এবং ছাড়
গুগল পিক্সেল 7 সিরিজে আপনি পিক্সেল 7 এবং পিক্সেল 7 প্রো. ফোনটি কিনতে পারবেন। গুগল পিক্সেল 7 ফোনটি 32,999 টাকায় লিস্ট করা হয়েছে। এর সাথে গুগল পিক্সেল 7 প্রো ফোনটি 44,999 টাকায় লিস্ট করা হয়েছে। শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারের সাথে দুটি ফোনই নন-ইএমআই পেমেন্টে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: শেষ সুযোগ! 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, অ্যামাজন ফ্রিডম সেলের আজ শেষ দিন
পুরানো মডেল কেনা কতটা ঠিক হবে?
পিক্সেল 7 সিরিজে পাওয়া এই ডিল আপনার ভাল লাগতে পারে। তবে এটি মনে হতে পারে যে নতুন সিরিজ না কিনে পুরানো মডেল কেন কিনবেন।
আসল গুগল পিক্সেল সিরিজের এই দুটি ফোনই বেশ পুরানো তবে ফিচার এবং স্পেসিফিকেশন হিসেবে ফোনটি অনেকটি পাওয়ারফুল।
দুটি ফোনের স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 7 সিরিজে Tensor G2 প্রসেসর রয়েছে। দুটি ফোনই হাই-রেজোলিউশন সহ 120Hz OLED ডিসপ্লে সহ আসে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামে 32-inch Smart TV ! অ্যামাজন ফ্রিডম সেলে দেদার ছাড়
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile