Google -এর Pixel 7a এবং Pixel 7 দুটোই এখন 50,000 টাকার কমে বিক্রি হচ্ছে। বর্তমানে Flipkart Big Saving Days Sale চলছে। সেখানেই গত বছর লঞ্চ হওয়া Pixel 7 এখন 47,999 টাকায় কেনা যাচ্ছে।
Pixel 7 -র আসল দাম 59,999 টাকা। অর্থাৎ 10,000 টাকারও বেশি কমেছে দাম। অন্যদিকে Pixel 7a ফোনটি এখন 43,999 টাকায় কেনা যাচ্ছে, যা ব্যাংক অফার বা অন্যান্য অফার মিলিয়ে আরও কমানো যাবে।
দুটো ফোনেই Google Tensor G2 প্রসেসর আছে যেখানে 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM পাওয়া যাবে। দুটো ফোনেই আছে অ্যান্ড্রয়েড 13 এবং ডুয়াল রিয়ার ক্যামেরা।
আপনি যদি তাই এখন 50,000 -এর মধ্যে ফোন কিনতে চান তাহলে এই দুটোর একটি বেছে নিতে পারেন। কিন্তু কোনটা কেনা উচিত আপনার? দেখুন দুইয়ের তুলনা।
Google Pixel 7 -এর দাম সাময়িক ভাবে অনেকটাই কমানো হয়েছে, কিন্তু Pixel 7a -এর দাম বাস্তবে কমানো হয়নি। কিন্তু এখানে ব্যাংক অফার ইত্যাদি রয়েছে যার সাহায্যে এটা অনেক সস্তায় কেনা যাবে।
HDFC ব্যাংকের তরফে 4,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে Pixel 7a ফোনটির উপর। তবে গ্রাহকদের এই ফোনটিকে এই ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কিনতে হবে। অর্থাৎ তখন এই ফোন 39,999 টাকায় কেনা যাবে।
একই অফার আছে Pixel 7 -এর উপরেও। এমনই এই ফোনের দাম কমানো হয়েছে, তার সঙ্গে ব্যাংক অফার যুক্ত হলে এটি 46,749 টাকায় কেনা যাবে। এছাড়া এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ আছে।
তবে এই অফার কতটা পাবেন সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে আপনার পুরনো ফোন কোন মডেলের, কোন কোম্পানির বা তার অবস্থা কেমন সেটার উপর। সেরা ডিল দেখুন এখানে।
আপনি যদি Pixel 7a -এর উপর ছাড় না পান তাহলে সেক্ষেত্রে কোন ফোন ভালো হবে? 43,999 টাকার Pixel 7a নাকি 47,999 টাকার Pixel 7?
প্রথমত বলা যাক Pixel 7 ফোনটির কথা, এখানে গ্লাস ব্যাক এবং মেটাল ফ্রেম আছে। অন্যদিকে Pixel 7a -তে আছে প্লাস্টিক ফ্রেম। তবে দুটো ফোনের মেমোরি এক।
Pixel 7 -এর ডিসপ্লে বড়। এখানে 6.32 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ। অন্যদিকে Pixel 7a -তে আছে 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে। তবে দুটো ফোনেই OLED ডিসপ্লে আছে।
আরও পড়ুন: iPhone 15 Vs iPhone 15 Pro: কী কী পার্থক্য থাকবে দুই ফোনে?
Pixel 7a -তে গ্রাহকরা 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন, সঙ্গে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। Pixel 7 ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 12 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। ফলে বুঝতেই পারছেন Pixel 7 -এর সাহায্যে বেশি নিখুঁত ছবি উঠবে।
দুটো ফোনের ব্যাটারি এক প্রায়। তাই দুটো ফোনে যে আহামরি কোনও ফারাক আছে এমনটা নয়। কেবল দুটোর গঠন আলাদা।