খুব তাড়াতাড়ি জিওফোনে গুগল অ্যাসিস্টেন্স দেখা যাবে থাকবে ভারতীয় ভাষার সাপোর্টও

খুব তাড়াতাড়ি জিওফোনে গুগল অ্যাসিস্টেন্স দেখা যাবে থাকবে ভারতীয় ভাষার সাপোর্টও
HIGHLIGHTS

গুগলের AI এর অ্যাসিস্টেন্স খুব তাড়াতাড়িই জিওর ফিচার ফোনে দেখা যাবে

গুগল জিওফোনের জন্য গুগল অ্যাসিস্টেন্সের স্পেশাল ভার্শান ডিজাইন করছে। কোম্পানি গুগল ফোন ইন্ডিয়া ইভেন্টে অ্যাসিস্টেন্সের ডেমো দিয়েছিল, যা জিওফোনের প্রথম গুগল অ্যাসিস্টেন্স যুক্ত ফোন হবে। এর বিশেষত্ব এই যে অ্যাসিস্টেন্সটিতে হিন্দি ভাষার ইনপুটও বুঝতে পারবে, যা জিওফোনের গ্রাহকদের জন্য সুবিধা জনক হবে। এটি মনে রাখতে হবে যে জিওফোন KaiOS এ কাজ করে।

ডেমোতে গুগল দেখিয়েছে যে অ্যাসিস্টেন্স হিন্দি নির্দেশ বুঝে সেই অনুসারে কাজ করছে। আর রেসিপি দেখানো, গান চালানো আর টেক্সট মেসেজ পাঠানোর মতন কাজ করতে পারছে।

আপডেটঃ গুগল ঘোষনা করেছে যে এবার এই অ্যাসিস্টেন্সটি নিয়ে আসা হবে। এটি অ্যামাজনের অ্যালেক্সা স্কিলসের মতন ফিচার যুক্ত হবে, যা থার্ড পার্টি অ্যাপের সঙ্গে টাইআপ করে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে এক্সিয়ন্স থেকে বুক মাই শোর সঙ্গে যুক্ত থাকবে যা গুগল অ্যাসিস্টেন্সের জন্য ট্রিভিউ ফিচার বানাবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে এই ফিচারটি জিওফোনে পাওয়া যাবেনা। এই ফোনটিতে AI শুধু অ্যাপ ওপেন, ফোনে সার্চ, টেক্সট পাঠানো, কল করা, গান চালানো আর রেসিপি পড়ার মতন কাজ করবে।

এবার এই অ্যাসিস্টেন্সটি জিওফোনে ইংরেজি আর হিন্দি ভাষা সাপোর্ট করবে আর ডিভাইসের ভয়েস অ্যাপের জায়গা নেবে।

Digit.in
Logo
Digit.in
Logo