Gionee S10 ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে 26 মে লঞ্চ হবে

Updated on 26-Apr-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে

চিনের মোবাইল তৈরির কোম্পানি Gionee র এই নতুন স্মার্টফোন Gionee S10 কে চিনের সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA তে স্পট করা হয়েছে. আপনাদের বলেদি যে Gionee S10 গত বছর লঞ্চ হওয়া Gionee S9 এর আপগ্রেটেড ভার্শন.

এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920x1080p. এই স্মার্টফোনে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে. এই স্মার্টফোনে ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে. 

আরো দেখুন: BSNL হায়াদ্রাবাদে শুরু করেছে ওয়াই-ফাই হটস্পট পরিষেবা: রিপোর্ট

এই ডিভাইসের ব্যাক প্যানেলে 13 আর 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে. ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সালের. এই ডিভাইসে 3700mAh নন রিমুভেবেল ব্যাটারি আছে. কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, ব্লুটুথ, ওয়াই –ফাই থাকবে.

এই ফোনটি ব্ল্যাক আর গোল্ড কালার অপশনে পাওয়া যাবে. এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই হ্যান্ডসেটের মেজারমেন্ট 154.5 × 76 × 7.6 mm আর ওজন 176 গ্রাম.

আরো দেখুন: Xiaomi Mi Mix 2 নিউ জেনারেশান সাউন্ড আউটপুট টেকনিক যুক্ত হবে

আরো দেখুন: Jioর সঙ্গে এখন আছে 108.9 মিলিয়ান ইউজার্স

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :