এই ফোন 1.9GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 653 অক্টা-কোর প্রসেসর এবং 6GB র্যাম দিয়ে সজ্জিত করা৷
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন স্মার্টফোন নিয়ে আসছে বিভিন্ন মোবাইল কোম্পানি৷ আপগ্রেডেড ও অ্যাডভান্স টেকনোলজির ফোনের এখন যেন ট্রেন্ড চলছে৷ এরকমই একটি অত্যধুনিক ফোন বাজারে নিয়ে আসছে জিওনি৷
খুব শীঘ্রই স্টালইলিস হ্যান্ডসেট M2017 বাজারে লঞ্চ করতে চলেছে জিওনি ৷ এই মডেলটিতে রয়েছে 6GB র্যাম ও 7000mAH ব্যাটারি ৷
সম্প্রতি এই মডেলটির একটি টিজার রিলিজ করেছে এই মোবাইল সংস্থা৷ তাদের ওয়েবসাইটে একটি পোস্ট করা হয়েছে যাতে বলে হয়েছে চলতি মাসের 26 তারিখ চিনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ফোনটি লঞ্চ করা হবে৷ এই মডেলটির দাম কত তা এখনও জানানো হয়নি সংস্থার তরফে৷
সূত্রের খবর অনুযায়ী, ফোনে রয়েছে 5.7 ডিসপ্লে রয়েছে৷ এর স্ক্রিন রেজোলিউশন 1440×2560 পিক্সেল৷ পাশাপাশি রয়েছে স্ন্যাপড্রাগন অক্টা কোর প্রোসেসর ৷ হ্যান্ডসেটটিতে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ৷ এর জেরে আপনি প্রচুর সংখ্যাক গান, ছবি ও ফাইল৷
আশা করা হচ্ছে, এই ফোন অ্যান্ড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেম এর উপর কাজ করবে৷ এটি তে একটি ডুয়াল সিম কার্ড স্লট রয়েছে৷ এই ফোনে একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত হবে, একটি 12 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেল৷ পাশাপাশি রয়েছে 4 মেগাপিক্সেল ফ্রেন্ট ক্যামেরা৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.