7000mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন জিওনির M2017 লঞ্চ, টানা ২৫ ঘণ্টা চলবে ভিডিও
জিওনি তার প্রিমিয়াম স্মার্টফোন M2017 কে চালু করে. এই স্মার্টফোন এর দাম CNY 6,999 রাখা হয়েছে. অর্থাত ভারতীয় মুদ্রায় যার দাম ৬৪,৪০০ টাকা হতে পারে.
জিওনি তার প্রিমিয়াম স্মার্টফোন M2017 কে চালু করে. এই স্মার্টফোন এর দাম CNY 6,999 রাখা হয়েছে. অর্থাত ভারতীয় মুদ্রায় যার দাম ৬৪,৪০০ টাকা হতে পারে. ২০০০ বা ৩০০০ mAh নয়। ৭০০০mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিল জিওনি। একটি নয়, জিওনির M2017 মডেলটিতে থাকবে ৩৫০০ mAh পাওয়ারের দু’টি ব্যাটারি।
মোবাইল প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে, শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোনটিতে একবার চার্জের পর ২৫.৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম। এবার নজর রাখা যাক মডেলটির চমকপ্রদ ফিচারগুলির দিকে।
আরও দেখুন : এয়ারটেল ডিজিটাল টিভি লঞ্চ করলো বাংলায় 'সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ড’ (SVOD)
৫.৭ ইঞ্চি ডিসপ্লের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর যুক্ত।অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটির ব়্যাম ৬ জিবি। জিওনি M2017-এ রয়েছে দু’টি রিয়ার ক্যামেরা। একটি ১২ এবং অন্যটি ১৩ মেগাপিক্সেল যা যথাক্রমে 2x এবং 8x অপটিক্যাল জুম বিশিষ্ট। সেলফি তোলার জন্য রয়েছে ৮ এমপি ক্যামেরা। চমকের এখনও বাকি রয়েছে। আন্দাজ করতে পারেন স্মার্টফোনটির ইন্টারনেট মেমোরি কত? না, ৩২ বা ৬৪ জিবি নয়। এক্কেবারে ১২৮ জিবি। তবে এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনও ব্যবস্থা নেই।
আপাতত চিনের বাজারে এসেছে ফোনটি। ভারতীয় মুদ্রায় যার দাম ৬৪,৪০০ টাকা। অন্যান্য দেশে মডেলটি লঞ্চ করা হবে কি না, কোম্পানির তরফে এখনও সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও দেখুন : কাল থেকে শুরু হল আধার দ্বারা ক্যাশলেস কেনাকাটা
আরও দেখুন : বড়দিনের উপহারে মাত্র ২০ টাকায় নতুন সিনেমা দেখুন অনলাইনে!
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile