Gionee ভারতে তাদের দুটি স্মার্টফোন F205 আর Gionee S11Lite লঞ্চ করল

Updated on 26-Apr-2018
HIGHLIGHTS

Gionee F205য়ের দাম 8,999টাকা আর Gionee S11 Lite য়ের দাম 13,999টাকা

Gionee আজকে ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোন দুটি হল Gionee F205 আর Gionee S11 Lite, এই স্মার্টফোন দুটির দাম যথাক্রমে 8,999টাকা আর 13,999টাকা। এই দুটি ডিভাইসের বৈশিষ্ট্য এদের ফুল ভি, ফেস আনলক ফিচার, বোখে এফেক্ট আর অ্যাপ ক্লোন। এই দুটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের কাস্টম অপারেটিং সিস্টেম নির্ভর।

Gionee F205 রোজ গোল্ড, ব্ল্যাক আর ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে আর এর দাম 8,999টাকা। আর এতি 26এপ্রিল থেকে অফলাইনে  আর অনলাইনে কিনতে পাওয়া যাবে আর এছাড়া Gionee S11 Lite ফোনটির দাম 13,999টাকা। এই ডিভাইস টি ব্ল্যাক, গোল্ড, ডার্ক ব্লু অপশানে কিনতে পাওয়া যাবে।

আপনার স্মার্টফোনকে সবসময়ে সচল রাখার জন্য এই পাওয়ারব্যাঙ্ক গুলি আপনাকে সাহায্য করবে, Paytm মলে এই পাওয়ারব্যাঙ্ক গুলি ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে

Gionee F205 স্মার্টফোনটিতে Amigo 5.0.11F আছে আর এটি অ্যান্ড্রয়েড 7.1.1য়ে চলে । এই স্মার্টফোনটিতে একটি 5.45ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এই ডিভাইসটি মীডিয়াটেক MT6739 SoC আর 2GB র‍্যাম আছে। আমরা যদি এই ফোনে ক্যামেরার বিষয়টি দেখি তবে দেখা যাবে যে Gionee F205তে 8মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত আর সেলফি নেওয়ার জন্য এতে 5মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই হ্যান্ডসেটটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্র এসডি কার্ড দিয়ে 128GBপর্যন্ত এক্সপেন্ড করা যায়।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, ব্লুটুথ 4.2, Wi-Fi, GPS, মাইক্রো ইউএসবি আর 3.5mmসাপোর্ট করে আর এই ডিভাইসে 2670mAhয়ের ব্যাটারি আছে। আর এর ওজন 135.6গ্রাম আর মেজারমেন্ট 148.40×70.7×7.95mm।

আর এছাড়া Gionee S11 Lite  ফোনটি কেমন তাও আমরা দেখে নি। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নির্ভর Amigo OS 5.0.13Sয়ে কাজ করে। আর এই স্মার্টফোনটিতে 5.7ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর রেশিও 18:9 আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 435 SoCআছে আর র‍্যাম 3GB। এই ফোনটিতে 13 আর 2 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 16মেগাপিক্সালের ক্যামেরা ছে। এটি বোখে এফেক্টে ছবি তুলতে পারে। এই স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা জেতে পারে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

Gionee S11 Lite ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, ব্লুটুথ 4.2, Wi-Fi, GPS, আর 3.5mm জ্যাক আছে। আর এই স্মার্টফোনের ব্যাটারি 3030mAhয়ের আর এই ফোনটির মেজারমেন্ট 153.75x 72.6×7.85mm আর ওজন 141 গ্রাম।

 

Connect On :