Gionee A1 Plus ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 26,999

Gionee A1 Plus ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 26,999
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 4550mAh এর ব্যাটারি আছে

Gionee A1 Plus ফোনটি ভারতে লচনহ হয়েগেছে। ভারতে এই ডিভাইসটির দাম Rs. 26,999 রাখা হয়েছে। এটি 26 জুলাই ভারতের রিটেল স্টোর্সে কিনতে পাওয়া যাবে। এটি গ্রে, মেচা গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রথমবার এই স্মার্টফোনটি MWC 2017 তে আনা হয়েছিল।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Gionee A1 Plus ফোনটিতে থাকা ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে 6-ইঞ্চির ফুল HD ডিসপ্লে 2.5D কর্নিং গোরিলা গ্লাসের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P25 প্রসেসার আর 4GB র‍্যাম আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটির ব্যাটারি 4550mAh এর। এটি 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো সম্ভব। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, জাত একটি 13MP’র লেন্স আর অন্যটি 5MP’র লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4G VoLTE আর মাইক্রো USB পোর্ট আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo