Gionee A1 Lite 20MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
এতে 4000mAh এর ব্যাটারি আছে
Gionee A1 Lite কে আজ লঞ্চ করা হয়েছে। আপাতত ফোনটিকে নেপালে লঞ্চ করা হয়েছে। নেপালে Gionee A1 Lite এর দাম NPR 26,999 ( প্রায় Rs 16,869) রাখা হয়েছে। এটি রেড আর ব্ল্যাক রঙে 18 থেকে নেপালে প্রি বুকিং এর জন্য পাওয়া যাবে।
Gionee A1 Lite এর ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.3-ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে। এতে 1.3GHz অক্টা-কোর মিডিয়াটেক MT6753 প্রসেসার আছে। এই ফোনের র্যাম 3GB’র আর এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন আর এটি 4G সাপোর্ট করে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, যা ফোনের পেছনের দিকে অবস্থিত।
Gionee A1 Lite ফোনটিতে অবস্থিত ক্যামেরা সেটআপটি এবার দেখে নেওয়া যাক। এই ফোনে 13MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB’র। আর এই ফোনের ব্যাটারি 4000mAh এর। এতে 4G,ওয়াই-ফাই, GPS/AGPS, মাইক্রো USB, 3.5 mm অডিও জ্যাক আর ব্লুটুথ 4.1 এর মতন ফিচার্স আছে।