digit zero1 awards

ধামাকা ডিল! 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Motorola Smartphone, 108MP ক্যামেরা রয়েছে ফোনে

ধামাকা ডিল! 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Motorola Smartphone, 108MP ক্যামেরা রয়েছে ফোনে
HIGHLIGHTS

Flipkart-এ 23 শতাংশ ছাড়ের পরে 34,999 টাকায় বিক্রি হচ্ছে

Motorola Edge 20 Pro 5G স্মার্টফোন। ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8GB RAM, 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং 4500mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে

এই স্মার্টফোনটি মাত্র একটি ভ্যারিয়্যান্টে 8GB RAM + 128GB স্টোরেজ সহ আসে

আপনি কী বাজেট স্মার্টফোন খুঁজছেন, যা শক্তিশালী ফিচার, বেশি RAM এবং দুর্দান্ত ক্যামেরা সহ আসবে। Flipkart-এ Motorola-র এই স্মার্টফোন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এই ফোনে 12,500 টাকা ছাড় রয়েছে। এটি Motorola Edge 20 Pro 5G স্মার্টফোন। ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8GB RAM, 6.7 ইঞ্চি ডিসপ্লে এবং 4500mAh ব্যাটারির মতো ফিচার রয়েছে। চলুন জেনে নেই Flipkart Deal সম্পর্কে…

Motorola Edge 20 Pro 5G দাম এবং অফার

এই স্মার্টফোনটি মাত্র একটি ভ্যারিয়্যান্টে 8GB RAM + 128GB স্টোরেজ সহ আসে। ফোনের MRP প্রাইস 45,999 টাকা। কিন্তু এটি Flipkart-এ 23 শতাংশ ছাড়ের পরে 34,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও Citi ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে আলাদাভাবে 10 শতাংশ (সর্বোচ্চ 15,000 টাকা) ছাড় দেওয়া হচ্ছে। এইভাবে মোট ছাড় 12,500 টাকা হয়ে যায়।

Moto Edge 20 Pro

Motorola Edge 20 Pro 5G স্পেসিফিকেশন এবং ফিচার

এই স্মার্টফোনে রয়েছে 144Hz স্ক্রিন রিফ্রেশ রেটের 6.7 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে ।  Edge 20 Pro মোবাইলে কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে। স্টোরেজ ফিচার হিসেবে এই ডিভাইসের রয়েছে 8GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে মনে করা হচ্ছে  ভারতে 12GB+ 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলও লঞ্চ করতে পারে। ডিভাইসের এই স্টোরেজ ফিচারকে এক্সপ্যান্ড করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে।এই স্মার্টফোন কাজ করবে Android 11 সিস্টেমে।

Motorola Edge 20 Pro স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে এই মোবাইলে রয়েছে 108MP সেন্সর। এছাড়া রয়েছে 16MP আলট্রা ওয়াইড লেন্স এবং 8MP সেন্সর, 50X  অপটিক্যাল জুম সমেত। মোবাইলের সামনের অংশে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 MP ক্যামেরা। Motorola Edge 20 Pro স্মার্টফোন আসছে 4,500 mAh ব্যাটারি ফিচারসমেত। এতে রয়েছে 30W ফাস্ট চার্জের সুবিধা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo