SAMSUNG য়ের প্রিমিয়াম ফোনে পেটিএমে দারুন অফার

SAMSUNG য়ের প্রিমিয়াম ফোনে পেটিএমে দারুন অফার
HIGHLIGHTS

Galaxy S10e 46,900 টাকায় পাওয়া যাচ্ছে

Galaxy S10+ য়ে 6000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে

Paytm মলে স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনে ডিস্কাউন্ট আর প্রোমোকোডের মাধ্যমে কিনলে ক্যাশব্যাকের সুযোগ ও পাওয়া যাচ্ছে। আর সেই সব অফারের বিশেয় আমরা এখানে আপনাদের বলছি। আপনারা যদি এই দারুন প্রিমিয়াম স্যামসাং ফোন কিনতে চান তবে আপনারা তা সহযে এখান থেকে কিনতে পারবেন।

Samsung Galaxy S10e

দারুন এই স্যামসাং ফোনটি যা কোম্পানির লেটেস্ট ডিভাইস গুলির মধ্যে একটি তা আপনারা এখানে আজকে 55,900 টাকায় কিনতে পারবেন। তবে এর সঙ্গে আপনারা যদি MOBSAM9K কোড ব্যাবহার করেন তবে আপনারা এই ফোনটি 9,000 টাকা কমে মাত্র 46,900টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে আছে 128GB র স্টোরেজ। ফোনে পাঞ্চ হোল ক্যামেরাতে ফ্রন্টে একটি 10mp র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি আপনারা 3100mAH ব্যাটারির সঙ্গে পাবেন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A9 6

এই 28,990 টাকা দামের স্যামসাং ফোনটি আপনারা আজকে এখান থেকে কেনার সময়ে যদি MOBSAM3K প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এই ফোনটির সঙ্গে 3000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এই ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy Note 9 

এই স্যামসাং ফোনটির দাম 77,900 টাকা। আর এই ফোনটি যদি আপনারা আজকে এখান থেক MOBSAM6K প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এই ফোনে 6000 টাকার ক্যাশব্যাক পাবেন। আর এর পড়ে এই ফোনটি আপনারা 71,900 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Samsung Galaxy S10

এই 66,900 টাকার ফোনটি আপনারা যদি এখান থেকে MOBSAM11K প্রোমোকোডের মাধ্যমে কেনেন তবে এই ফোনটি আপনারা 11,000 টাকার ক্যাশব্যাকে কিনতে পারবেন। আর এই ফোনে 8GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy S10+ 

আপনারা যদি এই ফোনটি এখান থেকে কিনতে চান তবে বলে রাখি যে ফোনটি এখানে 73,900 টাকায় লিস্টেড আছে। আর এই দারুন ফোনে ফ্রন্টে ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটি এখানে যদি আপনারা MOBSAM6K প্রোমোকোডের মাধ্যমে কেনে তবে ফোনটিতে 6000 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo