এই ফোনটিতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে
আইফোনের দাম বেশি হওয়ার কারনে বেশিরভাগ মানুষ আইফোন কিনতে পারেনা। তবে আজ আমরা আপনাদের যদি বলি যে আজ আপনারা Apple iPhone 6s বেশ সস্তায় নিজের করতে পারবেন তবে আপনিও হয়ত আজ আপনার এইফোন কেনার স্বপন সত্যি করতে পারবেন। আসালে আজ অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন Apple iPhone 6s এর রোজ গোল্ড ভেরিয়েন্টের 32GB’র স্টোরেজ ভেরিয়েন্টের ওপর খুব ভাল ডিস্কাউন্ট অফার করছে।
Apple iPhone 6s রোজ গোল্ড 32GB ভেরিয়েন্টটির দাম এমনিতে RS 46, 900 বলে জানানো হয়েছে। আর আজকের ডিস্কাউন্টের পরে এটি আপনি মাত্র Rs 35,999 তে নিজের করতে পারবেন। আজ অ্যামাজন এর ওপরে 23% এর ডিস্কাউন্ট দিচ্ছে। এর ওপর EMI এর অপশানও আছে।
Apple Iphone 6S এর ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4.7-ইঞ্চির রেটিনা HD ডিসপ্লে দেওয়া হয়েছে। আর র্যাম 2GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32GB। আপনাদের জানিয়ে রাখি যে আইফোনে স্টোরেজ বাড়ানোর অপশান নেই। এই ফোনটিতে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।