Apple iPhone 6s এ অ্যামাজন অনেক ডিস্কাউন্ট দিচ্ছে

Updated on 27-Jun-2017
HIGHLIGHTS

এই ফোনটিতে 4.7-ইঞ্চির রেটিনা HD ডিসপ্লে আছে

Apple iPhone 6s ভারতে পাওয়া অন্যতম সেরা স্মার্টফোনের মধ্যে একটি। তবে অন্যতম সেরা হওয়ার সাথে সাথে এই Apple iPhone 6s এর দামও অনেক বেশি। তবে এবার Apple iPhone 6s  এর ওপর অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন অনেক ডিস্কাউন্ট দিচ্ছে।

আসলে অ্যামাজন থেকে এই Apple iPhone 6s এর 32GB স্পেস গ্রে ভেরিয়েন্টটি ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম Rs. 50,000, কিন্তু অ্যামাজনের ডিস্কাউন্টে পরে এটি Rs. 34,900 তে পাওয়া যাচ্ছে। এর ওপর 30%’এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিস্কাউন্টে আপনি আপনার Rs. 15,100 বাচাতে পারবেন। 

আমেজান থেকে 34,900 টাকায় কিনুন Apple iPhone 6s (Space Grey, 32GB)

অ্যাপেল আইফোন 6s (Apple Iphone 6S) এর ফিচার্স কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 4.7-ইঞ্চির রেটিনা HD ডিসপ্লে আছে। এটি 2GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আপনাদের বলে রাখি যে আইফোনে স্টোরেজ বাড়ানোর অপশন নেই। এর সঙ্গে এই ফোনে 12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে।

আমেজান থেকে 34,900 টাকায় কিনুন Apple iPhone 6s (Space Grey, 32GB)

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :