Samsung Galaxy Note FE 7 জুলাই মাসে লঞ্চ হবেঃ রিপোর্ট
By
Aparajita Maitra |
Updated on 14-Jun-2017
HIGHLIGHTS
এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে
আনুমান করা হচ্ছে যে, 7 জুলাই কোম্পানি Samsung Galaxy Note FEকে লঞ্চ করবে। সাউথ কোরিয়াতে এর দাম 740,000 won হতে পারে।
আরও দেখুনঃ লেনভোর এই নতুন থিঙ্কপ্যাডটি সম্পর্কে এই ভিডিওতে আরও ডিটেলসে জানুন
ETNews এর রিপোর্ট অনুসারে, কোম্পানি এই ডিভাইসটিকে 30 জুন নিয়ে আসবে, তবে এখন একটি নতুন সুত্র অনুসারে খবর পাওয়া গেছে যে এই ডিভাইসটির লঞ্চ এক সপ্তাহ পরে হতে পারে।
এর আগেও এই ফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছিল। কিছু লিক অনুসারে, এই ডিভাইসটির ব্যাটারি 3200mAh এর হবে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে।