Samsung Galaxy J5 2017 তিনটি ভেরিয়েন্টে(SM-J530GM, SM-530YM/DS और SM-J530GM/DS) লঞ্চ হবে
Samsung Galaxy J5 2017 একটি মিড ক্লাস স্মার্টফোন. বেশ কিছু সময় ধরেই এই ফোনটিকে নিয়ে অনেক ধরনের লিক সমানে এসেছে. মাত্র কিছুদিন আগেই Samsung Galaxy J5 2017 ওয়াই-ফাই সার্টিফিকেশন পেয়েছিল. এর সঙ্গে এটিকে গ্রিক বেঞ্চ আর GFX বেঞ্চেও দেখা গেছিল.
এছাড়াও সম্প্রতি এই ফোনটির একটি সম্ভাব্য ছবিও লিক হয়েছিল আর এবার এই ফোনটি FCC’র সার্টিফিকেশনও পেয়ে গেছে. এর থেকে আসা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়িই বাজারে চলে আসবে.
এই সাম্প্রতিক লিস্টিং থেকে জানা গেছে যে, Samsung Galaxy J5 2017 তিনটি ভেরিয়েন্টে (SM-J530GM, SM-530YM/DS আর SM-J530GM/DS) লঞ্চ হবে. গতবছর স্যামসং Galaxy J5 2016 ‘কে এপ্রিলে নিয়ে এসেছিল. কিন্তু আসা করা হচ্ছে যে এই বছর এটি মে মাসে লঞ্চ করা হবে. FCC সার্টিফিকেশন পাওয়ার পরে এখন এই বিষয়ে বেশি আসা করা হচ্ছে. যেকোন ডিভাইস লঞ্চ হওয়ার আগে এটি শেষ সার্টিফিকেশন হয়.
এর আগের লিক অনুসারে, Samsung Galaxy J5 2017 তে Exynos 7870 চিপস্টেক অক্টা-কোর CPU এর সঙ্গে থাকবে. এর সঙ্গে এতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজও থাকবে. এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সালের হবে এটি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবে.