Samsung Galaxy J5 2017 পেল FCC সার্টিফিকেশন

Updated on 05-May-2017
HIGHLIGHTS

Samsung Galaxy J5 2017 তিনটি ভেরিয়েন্টে(SM-J530GM, SM-530YM/DS और SM-J530GM/DS) লঞ্চ হবে

Samsung Galaxy J5 2017 একটি মিড ক্লাস স্মার্টফোন. বেশ কিছু সময় ধরেই এই ফোনটিকে নিয়ে অনেক ধরনের লিক সমানে এসেছে. মাত্র কিছুদিন আগেই Samsung Galaxy J5 2017 ওয়াই-ফাই সার্টিফিকেশন পেয়েছিল. এর সঙ্গে এটিকে গ্রিক বেঞ্চ আর GFX বেঞ্চেও দেখা গেছিল.

এছাড়াও সম্প্রতি এই ফোনটির একটি সম্ভাব্য ছবিও লিক হয়েছিল আর এবার এই ফোনটি FCC’র সার্টিফিকেশনও পেয়ে গেছে. এর থেকে আসা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়িই বাজারে চলে আসবে.

আরো দেখুন: Sony Xperia XZ Premium গ্রিক বেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছে

এই সাম্প্রতিক লিস্টিং থেকে জানা গেছে যে, Samsung Galaxy J5 2017 তিনটি ভেরিয়েন্টে (SM-J530GM, SM-530YM/DS আর SM-J530GM/DS) লঞ্চ হবে. গতবছর স্যামসং Galaxy J5 2016 ‘কে এপ্রিলে নিয়ে এসেছিল. কিন্তু আসা করা হচ্ছে যে এই বছর এটি মে মাসে লঞ্চ করা হবে. FCC সার্টিফিকেশন পাওয়ার পরে এখন এই বিষয়ে বেশি আসা করা হচ্ছে. যেকোন ডিভাইস লঞ্চ হওয়ার আগে এটি শেষ সার্টিফিকেশন হয়.

এর আগের লিক অনুসারে, Samsung Galaxy J5 2017 তে Exynos 7870 চিপস্টেক অক্টা-কোর CPU এর সঙ্গে থাকবে. এর সঙ্গে এতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজও থাকবে. এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সালের হবে এটি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবে.

আরো দেখুন: Jio’র এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 168GB ডাটা

আরো দেখুন: Facebook Messenger লঞ্চ করল ইন্সট্যান্ট গেম ফিচার

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :