এই দুটি স্যামসং ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে
Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018) ডুয়াল ফ্রন্ট ক্যামেরা সেটআপ যুক্ত হতে পারে
ওয়াই ফাই অ্যালায়েন্স দুটিই স্যামসং ফোনের জন্য প্রয়োজনীয় অথেন্টিকেশান দিয়েছে। প্রোডাক্ট মডেলের নাম SM-A530F আর SM-A730F, যার মানে এই যে এই দুটি হল Samsung Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018)।
পাওয়া ডকুমেন্ট অনুসারে দুটি ফোনই অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটে চলে। তবে এটি যদি অরিও আউট অফ দি বক্সের সঙ্গে আসে তবে বেশহি ভাল হবে। তবে স্যামসং প্রথমে পুরনো OS সংস্করনে তাদের A সিরিজ স্মার্টফোন লঞ্চ করেছে। 2017 সালের শুরুতে Galaxy A3, Galaxy A5 আর Galaxy A7 সব ফোন মার্শমেলো যুক্ত ছিল তবে পরে তা নৌগাটের আপডেট পেয়েছিল।
ওয়াই ফাই সার্টিফিকেশান থেকে এটা পরিষ্কার যে Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018) ওয়াইফাই 802.11 a/b/g/ac এর জন্য দেওয়া হয়েছে। নতুন Galaxy A5 (2018) আর Galaxy A7 (2018) ফোনদুটির ফ্রন্টে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যাক সাইডে থাকতে পারে।