ONEPLUS 7 PRO র প্রথম সফটোয়্যার আপডেট রোল আউটের সঙ্গে এল নতুন ফিচার্স

Updated on 17-May-2019
HIGHLIGHTS

OnePlus 7 Pro ফোনটি OxygenOS 9.5.2 আপডেট পেল

এবার স্মুথ হবে স্ক্রোলিং

OnePlus 7 Pro ফোনটিতে Wind Down আর Grayscale ফিচার্স অ্যাড হল

OnePlus তাদের লেটেস্ট OnePlus 7 Pro ফোনটির জন্য প্রথম সফটোয়্যার আপডেট রোল আউট করেছে। আর এই আপডেটের অংশ স্বরূপ OxygenOS version 9.5.3.GM21AA এসেছে। আর আপডেট চ্যালেঞ্চের তুলনায় মনে হচ্ছে যে কোম্পানি বেশ কিছু উন্নতি এনেছে এই আপডেটে যার মধ্যে সিস্টেম সেকশানে আপডেট এপ্রিল 2019 য়ের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আছে। আর এর সঙ্গে বাকি ফিচার্স  AC dimming feature, improved scrolling, ও আরও কিছু বাগ ফিক্স করা হয়েছে।

চেনলগ অনুসারে ওয়ানপ্লাস গেমিং মোডে ফ্যানটিক মোডের সঙ্গে হ্যাপটিক ফিডব্যাক অ্যাড করেছে। আর সেখানের এর বড় বৈশিষ্ট্য এই যে এতে ফটো কোয়ালিটি ভাল হবে। আর OnePlus এই আপডেটের পরে VoLTE আর VoWiFi য়ের সঙ্গে Thailand AIS য়ের সাপোর্টও শুরু করেছে।

আর মনে হচ্ছে যে এই আপডেট গুগল ডিজিটাল ওয়েব্লিং ফিচার সরিয়ে OnePlus 7 Pro র লাস্ট আপডেট দেওয়া হয়েছে। আর এর মধ্যে এও বলা হয়েছে যে “Digital Wellbeing” section  সেটিং অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :