Flipkart Summer Sale: iPhone 13 মিলছে 54,999 টাকায়, বাম্পার অফার Pixel 6a-তেও

Flipkart Summer Sale: iPhone 13 মিলছে 54,999 টাকায়, বাম্পার অফার Pixel 6a-তেও
HIGHLIGHTS

Flipkart -এ এসে গেল ব্র্যান্ড নিউ সেল

13 এপ্রিল থেকে এখানে শুরু হয়েছে Flipkart Summer সেল

iPhone 13 থেকে Pixel 6a -তে মিলছে দারুন অফার

Flipkart -এ এসে গেল নতুন একটি সেল। এই Summer Sale গত 13 এপ্রিল থেকে শুরু হয়েছে। এটি 17 এপ্রিল পর্যন্ত চলবে। এখানে বিভিন্ন স্মার্টফোনের উপর দুর্দান্ত সব অফার পাওয়া যাচ্ছে, এর মধ্যে আছে Pixel 6a, iPhone 13, Nothing Phone 1, Realme 10 Pro Plus, ইত্যাদি। এই সেলে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের অফার পেয়ে যাবেন। তাই আপনি যদি এখন নতুন ফোন কিনতে চান তাহলে দেখুন কোনটা কত টাকায় কেনা যাবে। 

Flipkart Summer Sale এ 5G ফোনের উপর ছাড়

1. এই সেলে এখন গ্রাহকরা মাত্র 54,999 টাকায় iPhone 13 কিনতে পারবেন। এই দামে তাঁরা 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পেয়ে যাবেন। বর্তমানে এই ফোনটি 58,999 টাকায় বিক্রি হচ্ছে এই E-Commerce সাইটে। 

2. লঞ্চ হয়েছিল যখন তখন Pixel 6a ফোনটির দাম 30,000 -এর বেশি ছিল। এখন এটি 28,999 টাকায় এমনই কেনা গেলেও, এই সেলে সেটা আরও সস্তা হয়েছে। মাত্র 26,999 টাকায় উপলব্ধ হয়েছে এই ফোন। আপনি যদি দুর্দান্ত ক্যামেরা যুক্ত কোনও ফোন চান তাহলে আপনি এই ফোনটিকে বেছে নিতে পারেন। এখানে দারুন পারফরমেন্স পেয়ে যাবেন।

3. 49,999 টাকায় কেনা যাচ্ছে Samsung Galaxy Z Flip 3। এখানে যাঁরা Axis ব্যাংকের কার্ড ব্যবহার করে এটা কিনবেন তাঁরা আরও 10% ছাড় পেয়ে যাবেন এই ফোনের উপর। এখানে আছে Snapdragon 888 প্রসেসর। এমনিতেই এই ফোনে ভালোই পরিষেবা মেলে কিন্তু অতিরিক্ত ব্যবহারে কখনও কখনও এটা একটু স্লো হয়ে যায়। 

offer on 5g phones on flipkart sale

4. Pixel 7 Pro কেনা যাচ্ছে মাত্র মাত্র 66,999 টাকায়। এখানে ব্যাংক অফার উপলব্ধ আছে। ফলে এটি আরও বেশ কম দামে কেনা যাবে। 

5. এছাড়া Redmi Note 12 Pro Plus থেকে Nothing Phone 1 সবেতেই ছাড় মিলছে। Redmi -এর ফোনটি এখন 27,499 টাকা এবং Nothing -এর ফোন 27,999 টাকায় কেনা যাচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo