iPhone 15 Discount: ভ্যালেন্টাইনস ডে-র আগে ব্যাপক ছাড়, 13000 টাকা সস্তায় কেনার সুযোগ

iPhone 15 Discount: ভ্যালেন্টাইনস ডে-র আগে ব্যাপক ছাড়, 13000 টাকা সস্তায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Valentine Week এর আওতায় Apple এর প্রিমিয়াম iPhone 15 Discount ফোনে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে

আইফোন 15 স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে

আইফোন 15 ফোনের 128 জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 79,900 টাকায় লিস্ট করা হয়েছে

Valentine Week এর আওতায় Apple এর প্রিমিয়াম iPhone 15 Discount ফোনে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আইফোন 15 স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে অবিশ্বাস্য ছাড়ে বিক্রি হচ্ছে। আসলে শপিং সাইটে Flipkart Mobile Bonanza সেল শুরু হয়েছে, যেখানে iPhone 15 এবং iPhone Plus ফোনে দেদার ছাড় অফার করা হচ্ছে। আসুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

কবে পর্যন্ত থাকবে Flipkart Mobile Bonanza Sale

বলে দি যে ফ্লিপকার্ট সাইটে মোবাইল বোনানজা সেল সীমিত সময়ের জন্য চলবে। এটি একটি Valentine’s Day sale যা 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আরও পড়ুন: Price Cut: 50MP ক্যামেরা এবং 12 জিবি পর্যন্ত RAM সহ Samsung Smartphone হল আরও সস্তা

iPhone 15 Flipkart Deal
ফ্লিপকার্ট সাইটে মোবাইল বোনানজা সেল সীমিত সময়ের জন্য চলবে

iPhone 15 কীভাবে কিনবেন ছাড়ে?

আসলে, আইফোন 15 ফোনের 128 জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 79,900 টাকায় লিস্ট করা হয়েছে। তবে এখন এটি 65,999 টাকায় বিক্রি করা হচ্ছে। এর মানে ফ্লিপকার্ট সাইট এই ফোনে 11,901 টাকার সোজা ছাড় অফার করছে। তবে এখানেই শেষ নয়, গ্রাহকরা ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন।

iphone 15 Discount
আইফোন 15 ফোনের 128 জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 79,900 টাকায় লিস্ট করা হয়েছে

HDFC কার্ড পেমেন্টে গ্রাহকরা ফোনের কেনাকাটায় 2000 টাকার অতিরিক্ত ছাড় পাবেন। ডিসকাউন্টের পর আইফোন 15 ফোনের দাম 63,999 টাকা হয়ে যাবে। এছাড়া, Citi Bank, HSBC, DBS এবং Bank of Baroda কার্ড ব্যবহারেও ছাড় পাওয়া যাবে।

গ্রাহকরা এই স্মার্টফোনে 54,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ডিভাইসের অবস্থার উপর নির্ভ করবে।

আরও পড়ুন: Redmi A3 India Launch: সস্তা রেডমি ফোন ফ্লিপকার্টে হবে বিক্রি, 14 ফেব্রুয়ারি হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo