আর কয়েক দিনের অপেক্ষা তারপরই রঙের উৎসব এসে যাবে। চারিদিকে তখন কেবলই রঙের সমাহার। দোলের আগে তাই একাধিক E-commerce সাইট তাদের নতুন সেল নিয়ে হাজির হয়েছে। এদের মধ্যে আছে Flipkart-ও। এখানে এখন Holi Big Bachat Dhamaal Sale চলছে। এটি আগামী 5 মার্চ পর্যন্ত চলবে। এই সেলে একাধিক ইলেকট্রনিক প্রোডাক্টের উপর দারুন সব ছাড় মিলছে। তবে সব থেকে আকর্ষণীয় ছাড় মিলছে iPhone -এর উপরেই। এখন iPhone 13 এবং iPhone 14, দুটির উপরেই ব্যাপক ছাড় মিলছে।
Apple iPhone 13, যেটার আসল দাম কিনা 69,900 টাকা, সেটার উপর এখন 11% ছাড় মিলছে। এছাড়া এখন এটার উপর এক্সচেঞ্জ অফার সহ একাধিক ব্যাংক অফারও উপলব্ধ আছে। অন্যদিকে iPhone 14 -এর যে বেস মডেল আছে সেটার আসল দাম হল 79,900 টাকা। তবে এখন এই সেলে এই ফোনটির উপর 9% ছাড় মিলছে। একই সঙ্গে এখানেও এক্সচেঞ্জ অফার সহ দুটি ব্যাংক অফার মিলবে।
Apple -এর iPhone 13 -এর উপর এখন Flipkart এ 11% ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ এই ফোনটি এখন মাত্র 61,999 টাকায় কেনা যাবে। এটির আসল দাম 69,900 টাকা। এছাড়া এখানে আছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদলে এখন এই ফোন কিনলে 23,000 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। অর্থাৎ তখন এই ফোনটি স্রেফ 38,999 টাকায় কেনা যাবে। তবে হ্যাঁ, আপনি এক্সচেঞ্জ অফারে এই 23,000 টাকাটা পুরোটা পাবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া এখন Flipkart- এর তরফে দুটি ব্যাংক অফার দেওয়া হচ্ছে,-
1. এই অফার দুটি হল 5% ক্যাশব্যাক মিলবে যদি কেউ Axis ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন।
2.যাঁরা HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন non EMI লেনদেন এবং ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করেন তাহলে আরও 2,000 টাকার ছাড় পাওয়া যাবে।
এই ফোনের আসল দাম হল 79,900 টাকা। তবে এখন যেহেতু এই ফোনের উপর 9% ছাড় আছে তাই এটি 71,999 টাকায় কেনা যাবে। এছাড়া এখানে আছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদলে এখন এই ফোন কিনলে 23,000 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। অর্থাৎ তখন এই ফোনটি স্রেফ 48,999 টাকায় কেনা যাবে। একই সঙ্গে এখানেও দুটি ব্যাংক অফার আছে। এই অফার দুটি হল-
1. 5% ক্যাশব্যাক মিলবে যদি কেউ Axis ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন।
2. যাঁরা HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন non EMI লেনদেন এবং ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করেন তাহলে আরও 4,000 টাকার ছাড় পাওয়া যাবে।