ফিল্পকার্ট আজ এই স্মার্টফোনে ডিস্কাউন্ট দিচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 05-Oct-2017
HIGHLIGHTS
আজ ফ্লিপকার্টে রেডমি, লেনোভো, স্যামসং, ওপ্পো, ভিভো আর ইনফিনিক্স ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোনে ছাড় দিচ্ছে
ফ্লিপকার্ট ফেস্টিভ ধামাকা ডেজ সেলের সময় বেশ কিছু স্মার্টফোনে ছাড় দেওয়া হচ্ছে। আর আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান তবে এই লিস্টটি দেখুন এখানে আপনার জন্য স্মার্টফোন দেওয়া হয়েছে। আর এগুলি হয়ত আপনার পছন্দ হতে পারে। এই সেলটি 5 অক্টোবর থেকে 8 অক্টোবর অব্দি চলবে।
- রেডমি নোট 4 এর ওপর Rs 2000 অব্দি ছাড় পাওয়া যাচ্ছে আর এই স্মার্টফোনটির দাম Rs.8999 থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।
- ফ্ল্যাগশিপ ডুয়াল ক্যামেরা যুক্ত এমআই এর এ1 স্মার্টফোনটি Rs 14999 দামে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- মোটো ই4 প্লাস এখন Rs 9599 দামের পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির ওপর Rs 400 ছাড় পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- Lenovo K8 Plus স্মার্টফোনটির ওপর Rs1500 এর ছাড় পাওয়া যাচ্ছে আর এক্সচেঞ্জ অফারে আপনি Rs.1000 বাচাতে পারবেন। এই স্মার্টফোনটির দাম Rs 9499 থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।
- স্যামসং গ্যালাক্সি অন নেক্সটের 64 GB ভেরিয়েন্ট Rs 12900 দামে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনের ওপর Rs 5000’র ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এখান থেকে কিনুন।
- এমআই ম্যাক্স 2 স্মার্টফোনের জন্য এক্সচেঞ্জ অফারে Rs 2000’র ছাড় পাওয়া যাচ্ছে আপনি এই ফোনটি Rs 14999 দামে কিনতে পারেন। এখান থেকে কিনুন।
- ওপ্পো এফ 3 মাত্র Rs 18990 দামে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে Rs.1000’র ফ্ল্যাট ছাড় চলছে আর এর সঙ্গে এটির ওপর কিছু স্পেশাল এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- ভিভো ভি5 এস স্মার্টফোনটি Rs 17990 দামে পাওয়া যাচ্ছে, এই ফোনে এক্সচেঞ্জ অফারে Rs 3000 ছাড় পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- রেডমি নোট 4A এর 3GB আর 32GB ভেরিয়েন্টটি Rs 6999 দামে পাওয়া যাচ্ছে। এটি কেবেল লিমিটেড স্টকে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
- ইনফিনিক্স নোট 4 এখন Rs 7999 দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে Rs 1000’র ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।