ফ্লিপকার্ট ফেস্টিভ ধামাকা ডেজে এই আইফোন গুলির ওপর অফার পাওয়া যাচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 05-Oct-2017
HIGHLIGHTS
আজ ফ্লিপকার্টে আইফোন 6, আইফোন 6s, আইফোন SE, আইফোন 7, আইফোন 7 প্লাস, আইফোন 8 আর অ্যাপেল আইফোন 5s এর ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
আপনি যদি অ্যাপেল আইফোন কিনতে চান তবে ফ্লিপকার্টের ফেস্টিভ ধামাকা ডেজে আপনি বেশ কিছু ভাল অফার পেয়ে যাবেন। এখানে আপনি বেশ কিছু অ্যাপেল আইফোনের ওপর ছাড় পাবেন। এই সেলটি ৫ থেকে ৮ অক্টোবর অব্দি চলবে। তবে আসুন একবার এই লিস্টটি দেখে নি।
- অ্যাপেল আইফোন 6 এর 32 GB ভেরিয়েন্ট Rs 23999 তে পাওয়া যাবে, এই iPhone এর ওপর Rs 5501 ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 6s এর 32 GB ভেরিয়েন্টের ওপর Rs 16901’র ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। এটি আজ Rs 29999 দামে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন SE ‘র ওপর Rs 7001 এর ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে, এই আইফোনটি শুধু Rs 18999 দামে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 7 এর 32 GB ভেরিয়েন্টটি Rs 39999 দামে পাওয়া যাচ্ছে। এই আইফোনটি ফ্লিপকার্টে Rs 16201 এর ফ্ল্যাট ছাড়ে কেনা যাবে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 7 এর 128 GB ভবেরিয়েন্টের ওপর Rs 13201 ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। আর এই হ্যান্ডসেটটি Rs 51999 দামে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 7 প্লাসের 128GB ভেরিয়েন্টটি Rs 61999 দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে Rs 14201’র ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 8 মাত্র Rs. 59999 তে কেনা যাচ্ছে, এই আইফোনের ওপর ফ্লিপকার্ট Rs. 4001’র ফ্ল্যাট ছাড় দিচ্ছে। এখান থেকে কিনুন।
- অ্যাপেল আইফোন 5s মাত্র Rs 16999 দামে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে ফ্লিপকার্ট Rs 8001 ফ্ল্যাট ছাড় দিচ্ছে। এখান থেকে কিনুন।