Flipkart Electronics sale 2022 শুরু, সস্তা দামে Realme, iPhone, Samsung স্মার্টফোন কেনার সুযোগ

Updated on 24-Jun-2022
HIGHLIGHTS

ফ্লিপকার্টে ইলেকট্রনিক সেল 2022 চলছে

বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের উপর মিলছে আকর্ষণীয় সব ছাড়

আইফোন 13 পাওয়া যাচ্ছে 73999 টাকায়, দাম কমেছে রিয়েলমি নার্জো 50 এরও

ফ্লিপকার্টে চলছে ইলেকট্রনিক সেল। এই সেলটি 26 জুন অবধি চলবে। Flipkart Electronic Sale 2022 এ বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় সব ছাড়। এই ফোনগুলোর মধ্যে রয়েছে iPhone 13, Realme Narzo 50, Xiaomi 11i 5G, প্রভৃতি। শুধু অ্যাপেল, Realme বা Xiaomi নয়, ছাড় মিলছে Samsung এর ফোনেও। 

শুধু বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসের উপরেই ছাড় নেই, SBI এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে তাতেও মিলবে অতিরিক্ত 10% ছাড়। সঙ্গে থাকবে নো কস্ট EMI। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ফোনে সব থেকে বেশি ছাড় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টের এই সেলে।  কোন কোন ফোনে মিলছে সব থেকে বেশি ছাড়?

Xiaomi 11i 5G

শাওমির এই ফোনে দারুন ছাড় মিলছে ফ্লিপকার্টের ইলেকট্রনিক সেলে। ফোনটিতে এমনই কোনও ডিসকাউন্ট নেই, এর যা বাজার মূল্য অর্থাৎ 24999 টাকাতেই ফ্লিপকার্টে পাওয়া যেত। কিন্তু এই ইলেকট্রনিক সেলে সেটি প্রিপেড ট্রান্স্যাকশন করলে মিলছে 4000 টাকার ছাড়। অর্থাৎ 24999 টাকার ফোনটি 20999 টাকাতেই পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যদি কেউ SBI কার্ড ব্যবহার করে তাহলে অতিরিক্ত 10% ছাড় পাওয়া যাবে। অর্থাৎ অফার প্রাইজ পাওয়ার সব কটি শর্ত ঠিকঠাক পূরণ করতে পারলে 24999 টাকার ফোনটি মাত্র 19999 টাকাতেই পাওয়া যাবে। 5000টাকার ছাড়!

Realme Narzo 50

এরপর আসা যাক Realme তে। এই ব্র্যান্ডের Narzo 50 এ পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। ফ্লিপকার্ট ইলেকট্রনিক সেলে ফোনটি মাত্র 12999 টাকায় পাওয়া যাচ্ছে। Realme Narzo 50 এর আসল প্রাইজ হচ্ছে 15999 টাকা। সেটাই সেলে 3 হাজার টাকা ছাড় দিয়ে 12999 টাকায় পাওয়া যাচ্ছে। যাঁরা 15000 টাকার কমে 5G ফোন কিনতে চান তাঁদের জন্য Realme Narzo 50 অবশ্যই একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। উল্লিখিত দামটি এই ফোনের 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাইজ। 

Apple iPhone 13

যেই ব্র্যান্ডের ফোন কেনার স্বপ্ন কম বেশি সব ভারতীয় দেখে সেই ব্র্যান্ডের এই ফোনটিতে এবার চোখ ধাঁধানো ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। 79900 টাকার ফোন 69999 এ!  অ্যাপলের আইফোন 13 এর বাজার মূল্য হচ্ছে 79900 টাকা। কিন্তু ফ্লিপকার্ট ইলেকট্রনিক সেলে এই ফোনটি 73999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রায় 6000 টাকার ছাড় পাচ্ছেন গ্রাহকরা। এর সঙ্গে যদি HDFC ব্যাংকের কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে যদি ফোনটি কেনেন তাহলে অতিরিক্ত 4000 টাকার ছাড় পাবেন। তার মানে 79900টাকার ফোন আপনি 69999 টাকায় পাবেন। অবিশ্বাস্য! 

কিন্তু HDFC ব্যাংকের কার্ড না থাকলে আপনাকে 73999 টাকা দিতে হবে। যেটা অফার প্রাইজ হিসেবে মন্দ নয়! এই দামটি এই ফোনের 128 GB RAM ভ্যারিয়েন্টের জন্য। আর যদি এক্সচেঞ্জ করেন তাহলে 15500 টাকা ছাড় পাবেন। যদি ভেবে থাকেন নিজের পুরনো আইফোন এক্সচেঞ্জ করবেন তাহলে এটাই কিন্তু সেই সুযোগ! 

Redmi Note 10s

এই ফোনটি যখন ভারতে লঞ্চ হয়েছিল তখন এর দাম ছিল 14999 টাকা। এখন ফ্লিপকার্টের সেলে 12999 টাকাতেই পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ই-কমার্স সাইটটি Redmi Note 10S এ 2000 টাকার ছাড় দিচ্ছে। এর সঙ্গে যদি গ্রাহক ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন তাহলে অতিরিক্ত 1250 টাকার ছাড় পাবেন এবং ডেবিট কার্ড ব্যবহার করলে 1000 টাকার ছাড় পাবেন। সোজা কথায় বলতে গেলে 14999 টাকার ফোনটি গ্রাহকরা এখন 12000 টাকাতেই পেতে পারেন। তবে মনে রাখবেন এটি কিন্তু একটি 4G ফোন। 

Samsung Galaxy F22

ফ্লিপকার্টের ইলেকট্রনিক সেলে স্যামসাং গ্যালাক্সি F22 ফোনটি মাত্র 11499 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দামের উপর 1000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। Samsung Galaxy F22 তে 6000mAh ব্যাটারি আছে সঙ্গে 15W ফাস্ট চার্জিং এর সুবিধা। পাশাপাশি মিডিয়াটেক হেলিও G80 চিপসেটের সঙ্গে 90Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ AMOLED ডিসপ্লে। অর্থাৎ কম দামে দারুন ফিচার যুক্ত ফোন। আপনার বাজেট যদি খুবই সীমিত হয়ে থাকে আর নতুন ফোন কিনতে চান তাহলে এই ফোনটি অবশ্যই আপনার পছন্দ হবে।

Connect On :